Bangla NewsSportsCricket news Asia Cup 2023: List of records that tumbled as India decimate Sri Lanka to win eighth title
Asia Cup Final 2023: অষ্টম বার এশিয়া সেরা ভারত; এক ম্যাচ, এত্ত রেকর্ড!
India vs Sri Lanka records: ভারতীয় পেসারদের মধ্যে কোনও ওডিআই টুর্নামেন্টের ফাইনালে সিরাজের বোলিং পরিসংখ্যানই সেরা। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে সেরা পরিসংখ্যান। ১৯৯৩ সালে হিরো কাপের ফাইনালে কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেটের রেকর্ড সিরাজের। আশিস নেহরার পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই-তে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব সিরাজের।
Image Credit source: twitter
Follow Us
কলম্বো: এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। শ্রীলঙ্কার কাছে সুযোগ ছিল তাদের কাছে ভারতের রেকর্ডে ভাগ বসানোর। ভারত সাত বার চ্যাম্পিয়ন হয়েছিল। শ্রীলঙ্কা ৬ বার। শ্রীলঙ্কাকে একরাশ লজ্জা উপহার দিয়ে অষ্টম ট্রফি জিতল ভারত। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানেই শেষ তাদের ইনিংস! ৫১ রান তাড়া করতে ভারতের লাগল মাত্র ৩৭টি ডেলিভারি। মহম্মদ সিরাজ একাই নিলেন আধডজন উইকেট। ম্যাচে আরও একঝাঁক রেকর্ড হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-শ্রীলঙ্কা ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি
মাত্র ১২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সব মিলিয়ে ৫০ রানে অলআউট। ভারতের বিরুদ্ধে এটিই তাদের সর্বনিম্ন স্কোর।
মাত্র ১২ রানেই ষষ্ঠ উইকেটও হারায় শ্রীলঙ্কা। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ১২-৬ সর্বনিম্ন।
প্রথম দশ ওভারের মধ্যেই ৬ উইকেট তুলে নেয় ভারত। ওয়ান ডে ফরম্যাটে এখনও অবধি প্রথম দশ ওভারে এটিই সর্বাধিক উইকেট।
শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের পর দ্বিতীয় বোলার হিসেবে এশিয়া কাপে (ওয়ান ডে ফরম্যাটে) ৬ উইকেট নিলেন ভারতের পেসার। তাও আবার ফাইনালের মঞ্চে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে ২১ রানে ৬ উইকেট, সেরা বোলিং পরিসংখ্যান। এই রেকর্ড গড়লেন সিরাজ।
এশিয়া কাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার প্রতিপক্ষর দশ উইকেটই নিলেন পেসাররা। এ বারের এশিয়া কাপেই গ্রুপ পর্বে ভারতের দশ উইকেটই নিয়েছিলেন পাকিস্তানের পেসাররা। ম্যাচটি যদিও নিষ্ফলা ছিল।
এশিয়ায় আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে কম ওভারে অলআউটের রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। মাত্র ১৫.২ ওভারেই শেষ তাদের ইনিংস।
ভারতীয় পেসারদের মধ্যে কোনও ওডিআই টুর্নামেন্টের ফাইনালে সিরাজের বোলিং পরিসংখ্যানই সেরা। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে সেরা পরিসংখ্যান। ১৯৯৩ সালে হিরো কাপের ফাইনালে ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেটের রেকর্ড সিরাজের। আশিস নেহরার পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই-তে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব সিরাজের। মাত্র ১৬ বলেই পাঁচ উইকেট সিরাজের। ওডিআই-তে ভারতীয়দের মধ্যে সেরা।
প্রথম দল হিসেবে দুটি ওডিআই টুর্নামেন্টের ফাইনালে দশ উইকেটে জয়ের কীর্তি ভারতের। এর আগে ১৯৯৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে শারজায় ১০ উইকেটে জিতেছিল ভারত।
সবচেয়ে বেশি ডেলিভারি হাতে রেখে জয়ের নিরিখে ভারতের রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৩ বল বাকি থাকতেই জয় ভারতের। ফাইনালের নিরিখে এটিই সেরা।
ভারতীয় দলের এটিই সংক্ষিপ্ত তম ওডিআই ম্যাচ! সব মিলিয়ে ১২৯টি ডেলিভারি হল এশিয়া কাপ ফাইনালে।