কলকাতা : কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ২০২৩ এশিয়া কাপের (Asia Cup 2023)। এ বছরের এশিয়া কাপ শুরু হতে ২৪ ঘণ্টারও কম সময়। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেপাল। এ বারের এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আয়োজক মূলত পাকিস্তান। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে না চাওয়ায় হাইব্রিড মোডে টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। মোট ৬টি দেশ অংশ নিচ্ছে। তিনটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে সবকটি দলকে। এরপর সুপার ফোর স্টেজ হয়ে ফাইনালে পৌঁছবে দুটি দেশ। এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাকি পাঁচটি দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের আমন্ত্রণ জানিয়েছে। ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের পর পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে ২০২৩ এশিয়া কাপ। TV9 Bangla Sports বিস্তারিত তুলে ধরল এই প্রতিবেদনে।
কখন শুরু হবে ২০২৩ এশিয়া কাপের ওপেনিং সেরিমনি? উদ্বোধনী ম্যাচ খেলবে কোন দুটি দল?
২০২৩ এশিয়া কাপের ওপেনিং সেরিমনি রয়েছে বুধবার অর্থাৎ ৩০ অগস্ট। উদ্বোধনী ম্যাচের আগে শুরু হবে অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচ খেলা হবে পাকিস্তান ও নেপালের মধ্যে।
কোথায় হবে ২০২৩ এশিয়া কাপের ওপেনিং সেরিমনি এবং পাকিস্তান বনাম নেপাল ম্যাচ?
এশিয়া কাপের ওপেনিং সেরিমনি হবে পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে।
২০২৩ এশিয়া কাপের ওপেনিং সেরিমনিতে কে কে পারফর্ম করবেন?
পাকিস্তান ও ভারতের নামিদামী গায়কদের সুরেলা কণ্ঠ মাতাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এ আর রহমান, আতিফ আসলামরা গাইবেন। এছাড়া ট্র্যাডিশনাল এশিয়ান মিউজিক এবং নৃত্য পরিবেশিত হবে। আতসবাজি প্রদর্শনের ব্যবস্থাও রয়েছে।
ভারতে এশিয়া কাপের ওপেনিং সেরিমনি এবং ম্যাচের টিভি সম্প্রচার কোথায় দেখা যাবে?
২০২৩ এশিয়া কাপের ওপেনিং সেরিমনি এবং পাকিস্তান বনাম নেপাল ম্যাচটি ভারতীয় দর্শকরা দেখতে পাবেন স্টার স্পোর্টস চ্যানেলে।
ভারতে এশিয়া কাপের ওপেনিং সেরিমনি এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
২০২৩ এশিয়া কাপের ওপেনিং সেরিমনি এবং পাকিস্তান বনাম নেপাল ম্যাচটি ভারতীয় দর্শকরা দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। তাও আবার একেবারে বিনামূল্যে। এছাড়া ম্যাচের প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলা স্পোর্টসের লাইভ পেজে।