Asia cup 2023 AFG vs SL: আফগানদের মিশন ইমপসিবল! ওভারে তুলতে হবে প্রায় ৮ রান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 05, 2023 | 7:01 PM

Asia cup 2023 AFGHANISTAN vs SRI LANKA Innings Break Report: দ্বিতীয় দল হিসেবে কোন দল উঠবে, তার লড়াইয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। লাহোরে চলছে ম্যাচ। প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

Asia cup 2023 AFG vs SL: আফগানদের মিশন ইমপসিবল! ওভারে তুলতে হবে প্রায় ৮ রান
Image Credit source: twitter

Follow Us

লাহোর: সুপার ফোরের শেষ দল কোনটি, জানা যাবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের পর। রশিদ খানদের ভাগ্য ঝুলে এখন ব্যাটারদের ওপর। লাহোরে ব্যাটিং সহায়ক পিচ। ফলে কোনও লক্ষ্যই অসম্ভব বলা যায় না। যদিও আফগানিস্তানের সামনে সুপার ফোরের লক্ষ্য এখন কার্যত মিশন ইমপসিবল। গ্রুপ বি থেকে নেট রান রেটে ইতিমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় দল হিসেবে কোন দল উঠবে, তার লড়াইয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। লাহোরে চলছে ম্যাচ। প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। তবে শুধু জিতলেই হবে না, আফগানিস্তানকে এই লক্ষ্য পেরোতে হবে ৩৭.১ ওভারের মধ্যে। এক মাত্র তা হলেই সুপার ফোরে যাবে আফগানিস্তান। ছিটকে যাবে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ওপেনিং জুটির দারুণ শুরু। পরপর দু উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচে ফেরান পেস বোলিং অলরাউন্ডার গুলবদিন নায়েব। সবচেয়ে বড় ব্রেক থ্রু দেন রশিদ খান। ফলো থ্রু তে ক্যাচের সুযোগ মিস করেন রশিদ। বল তাঁর হাত ফসকে উইকেটে লাগে। সেঞ্চুরি হাতছাড়া হয়। ৯২ রানে দুর্ভাগ্যজনক রান আউটে ফেরেন কুশল মেন্ডিস। একই ওভারে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাকে ফেরান রশিদ। ২২৭ রানে সপ্তম উইকেট হারায় শ্রীলঙ্কা। তখনও অবধি ম্যাচ ভালো মতোই আফগানিস্তানের দখলে।

তখনও অবধি ম্যাচ ভালো মতোই আফগানিস্তানের দখলে। মনে করা হয়েছিল, লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে দেবে আফগান বোলিং। দুনিত ওয়েলাগে এবং মহেশ থিকসানা অনবদ্য জুটি গড়েন। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ২৯১ রান করে শ্রীলঙ্কা। নেট রান রেটে শ্রীলঙ্কাকে পিছনে ফেলে সুপার ফোরে উঠতে হলে ৩৭.১ ওভারে এই রান পেরোতে হবে আফগানিস্তানকে। ওভার প্রতি তুলতে হবে প্রায় ৮ রান!

Next Article