Asia cup 2023 PAK vs SL Match Result: স্বপ্নের ফাইনাল হল না! পাকিস্তানকে ছিটকে দিল শ্রীলঙ্কা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 15, 2023 | 2:11 AM

Asia cup 2023 Pakistan vs Sri Lanka Match Report: বৃষ্টিবিঘ্নিত দু-দিনের ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। পরদিনই শ্রীলঙ্কাকেও হারায় টিম ইন্ডিয়া। পাকিস্তান ও শ্রীলঙ্কা দু-দলই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। নেট রান রেটে কিছুটা ভালো জায়গায় ছিল শ্রীলঙ্কা। ভারতের কাছে ২২৮ রানে হারায় পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে পড়ে। ফাইনালে যেতে হলে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না পাকিস্তানের কাছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে যেত শ্রীলঙ্কা।

Asia cup 2023 PAK vs SL Match Result: স্বপ্নের ফাইনাল হল না! পাকিস্তানকে ছিটকে দিল শ্রীলঙ্কা
Image Credit source: twitter

Follow Us

কলম্বো: সব মিলিয়ে ১১, টানা দ্বিতীয় বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা। ভার্চুয়াল সেমিফাইনালে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় গত বারের চ্যাম্পিয়ন। ভারত-পাকিস্তান ম্যাচের পর এই ম্যাচটি কার্যত সেমিফাইনাল হয়ে দাঁড়ায়। বৃষ্টিবিঘ্নিত দু-দিনের ম্যাচে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। পরদিনই শ্রীলঙ্কাকেও হারায় টিম ইন্ডিয়া। পাকিস্তান ও শ্রীলঙ্কা দু-দলই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল। নেট রান রেটে কিছুটা ভালো জায়গায় ছিল শ্রীলঙ্কা। ভারতের কাছে ২২৮ রানে হারায় পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে পড়ে। ফাইনালে যেতে হলে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না পাকিস্তানের কাছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে যেত শ্রীলঙ্কা। তবে বৃষ্টির সাহায্যে নয়, পাকিস্তানকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করল শ্রীলঙ্কা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত ম্যাচগুলির মতোই বৃষ্টি বাধা তৈরি করল শ্রীলঙ্কা-পাকিস্তান সেমিফাইনালেও। তবে আগের ম্যাচের মতো জোরদার নয়। ‘পাসিং শাওয়ার’। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দু-ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হয় ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজম। প্রাথমিক ভাবে ঠিক হয়, ৪৫ ওভারের খেলা হবে। ফের এক দফা বৃষ্টি হওয়ায় ওভার কমে। নির্ধারিত ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে পাকিস্তান।

ডাকওয়ার্থ লুইসে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২৫২ রান। ক’দিন আগেও ওডিআই-তে বিশ্বের এক নম্বর দল ছিল পাকিস্তান। এখন দ্বিতীয় স্থানে। এ বারের এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামা কুশল পেরেরা শুরুটা দুর্দান্ত করেন। জামান খানের একটি ডেলিভারি ট্যাপ করে সিঙ্গল নিতে দৌড়েছিলেন। পয়েন্ট থেকে দৌড়ে বল ধরেই নন স্ট্রাইকার প্রান্তে ডিরেক্ট থ্রোয়ে পেরেরাকে ফেরান শাদাব খান। পাকিস্তানের এটাই দিনের সেরা ফিল্ডিং। এরপর অনেক সহজ বলও বাউন্ডারি গলায় তারা। পাকিস্তানের কিপার-ব্যাটার কুশল মেন্ডিসের অনবদ্য ৯১ রানের ইনিংস। তিনি আউট হতেই ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান।

শেষ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৮ রান। অভিষেককারী পেসার জামান খানকে বোলিংয়ে আনেন বাবর আজম। মালিঙ্গার মতো তাঁরও স্লিং অ্যাকশন। স্ট্রাইকে তখন শ্রীলঙ্কার পেসার প্রমোদ মধুশান। প্রথম বলেই লেগ বাইয়ে স্ট্রাইক দেন চরিত আসালঙ্কাকে। একটি ডট বল। পরের বলে সিঙ্গল নেন আসালঙ্কা। শেষ দু-বলে লক্ষ্য দাঁড়ায় ৬ রান। পঞ্চম বলে বাউন্ডারি। সুপার ওভারেরও পরিস্থিতি তৈরি হয়। শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ ফিনিশ করেন আসালঙ্কা।

Next Article