পাল্লেকেলে: শনি-বিকেলে ভারত-পাকিস্তান। বাবর আজমদের এশিয়া কাপ অভিযান আগেই শুরু হয়েছে। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলেছে পাকিস্তান। মুলতানে প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এ বারই এশিয়া কাপে অভিষেক হয়েছে নেপালের। তাদের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১৫১ রানের বিশাল ইনিংস খেলেছেন। এ ছাড়াও সেঞ্চুরি করেছিলেন ইফতিকার আহমেদ। মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নামার আগেও একই পন্থা বাবর আজমদের। প্রতিপক্ষকে চাপে রাখতেই কি এমন সিদ্ধান্ত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণার এই চল অজি ক্রিকেটে দেখা যেত। ইংল্যান্ডও এমনটা করেছে। তেমনই বিরাট কোহলির সময়ে ভারতীয় দলও বেশ কিছু ক্ষেত্রে একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে এমনটা করেছে পাকিস্তানও। এশিয়া কাপের মঞ্চে এ বারই প্রথম খেলছে নেপাল। তবে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের এক দিন আগেই পাকিস্তানের একাদশ ঘোষণা অবাক করার মতোই। ভারতীয় শিবিরকে মানসিক ভাবে চাপে রাখার চেষ্টা!
সাংবাদিক সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান, বোর্ডের তরফে দ্রুতই একাদশ ঘোষণা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই ঘোষণাই করেছে। নেপাল ম্যাচের একাদশই অপরবর্তিত রাখা হচ্ছে ভারতের বিরুদ্ধে। গত ম্যাচে অবশ্য হতাশ করেছে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার। বাবর আজম এবং ইফতিকার আহমেদ, দু-জন সেঞ্চুরি না করলে নেপালের বিরুদ্ধেও প্রবল সমস্যায় পড়ত পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বাবর আজম বলেন, ‘সম্প্রতি আমাদের মিডল অর্ডার খুবই ভালো পারফর্ম করেছে। দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছে। মিডল অর্ডারে যারা খেলছে, ভালো পারফরম্যান্সের চেষ্টা করছে। আশাকরি ভারতের বিরুদ্ধে ওরা সেরাটা দিতে পারবে।’
Pakistan to field same playing XI tomorrow 🇵🇰#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/qe18Ad6pF4
— Pakistan Cricket (@TheRealPCB) September 1, 2023
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ: বাবর আজম, শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আগা সলমন, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিকি, হ্যারিস রউফ।