BCCI, Pakistan : দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে? পাকিস্তান থেকে ফিরে বোর্ড কর্তা যা বললেন…

Asia Cup 2023, PCB: এ বারের এশিয়া কাপে পাকিস্তান পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আজই। লাহোরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচ এটি।

BCCI, Pakistan : দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে? পাকিস্তান থেকে ফিরে বোর্ড কর্তা যা বললেন...
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 5:19 PM

নয়াদিল্লি: এশিয়া কাপের কিছু ম্য়াচ হচ্ছে পাকিস্তানে। টুর্নামেন্টের আয়োজকও তারা। এশিয়া কাপের ম্যাচ দেখতে ভারতীয় বোর্ড কর্তাদের আমন্ত্রণ জানিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল, অন্যান্য বোর্ড এবং আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের আমন্ত্রণে সৌজন্য মূলক সফরে গিয়েছিলেন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি এবং সহ সভাপতি রাজীব শুক্ল। আতারি-ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্তা। পাকিস্তান থেকে একই পথে দেশে ফেরেন তাঁরা। পাকিস্তানে কী কথা হল, সে বিষয়ে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তানে হাতে গোনা কয়েকটি ম্যাচ হচ্ছে। উদ্বোধনী ম্যাচ হয়েছিল মুলতানে। খেলা হচ্ছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেও। সেখানেই গিয়েছিলেন ভারতীয় বোর্ডের দুই শীর্ষকর্তা। লাহোরে ম্যাচ দেখার পাশাপাশি একটি বিশেষ নৈশভোজেও ছিলেন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা টিমের প্লেয়ারদের সঙ্গে কথাও বলেন। পাকিস্তান বোর্ডের আতিথেয়তায় সন্তুষ্ট বিসিসিআই কর্তারা। পাকিস্তান বোর্ড অনুরোধ করেছে, ফের দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার জন্য। সবটাই যে কেন্দ্র সরকারের ওপর নির্ভর করবে, সেটাই জানান রাজীব শুক্ল।

পাকিস্তান থেকে ফিরে ভারতীয় বোর্ডের সহ সভাপতি বলেন, ‘দু-দিনের সফর ছিল। খুবই ভালো লেগেছে। আমাদের সম্মানে বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল। পাকিস্তান বোর্ডের আতিথেয়তা ভালো লেগেছে। ওরা চাইছে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হোক। আমরা বলেছি, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার অনুমতি দিলে দ্বিপাক্ষিক সিরিজ হতেই পারে। আমাদের এই সফর পুরোপুরি ক্রিকেট বিষয়ক ছিল। এখানে কোনও রাজনৈতিক আলোচনার জায়গা ছিল না।’

ক্রিকেটার হিসেবে পাকিস্তান সফরে গিয়েছিলেন রজার বিনি। এ বার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে। ১৯৮৪ সালের সেই সফরের মতোই আতিথেয়তা পেয়েছেন, উচ্ছ্বসিত রজার বিনি। বলছেন, ‘দুর্দান্ত অভিজ্ঞতা। ১৯৮৪ সালে পাকিস্তানে টেস্ট খেলেছি। একইরকমের আতিথেয়তা পেলাম এ বারও। আমাদের জন্য রাজকীয় ব্যবস্থা ছিল। আমরা যাওয়ায় পাকিস্তানও খুশি।’ এ বারের এশিয়া কাপে পাকিস্তান পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আজই। লাহোরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচ এটি।