ASIA CUP VENUE, IND vs PAK : ‘ভারত ভয় পেয়েছে’, ওয়েদার রিপোর্ট দিয়ে টুইট প্রাক্তন পিসিবি কর্তার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 06, 2023 | 2:54 AM

Asia Cup 2023, PCB: পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠির দাবি, ভারত ভয় পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলা যাতে সম্পূর্ণ না হয় সে কারণেই কলম্বোয় ম্য়াচ করার সিদ্ধান্ত হয়েছে। টুইটে ওয়েদার রিপোর্টের ছবি পোস্ট করেন।

ASIA CUP VENUE, IND vs PAK : ভারত ভয় পেয়েছে, ওয়েদার রিপোর্ট দিয়ে টুইট প্রাক্তন পিসিবি কর্তার
Image Credit source: twitter, ACC

Follow Us

লাহোর: এশিয়া কাপের ভেনু এবং তা নিয়ে কথার লড়াই। শেষ হইয়াও হয় না শেষ। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ভারতীয় বোর্ড বহু আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় বোর্ড। পরবর্তীতে এশিয়ান কাউন্সিল এক্সিকিউটিভ বোর্ড সিদ্ধান্ত নেয় হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। পাকিস্তান প্রাথমিক ভাবে দাবি তুলেছিল, পাকিস্তানেই এশিয়া কাপ আয়োজন করবে। ভারতকে ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন যে সম্ভব নয়, সেটাও বুঝেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে সেই সিদ্ধান্ত মেনেও নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই অনুযায়ী হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ। হাতে গোনা কিছু ম্যাচ পাকিস্তানে। হাইব্রিড মডেলে না হলে তারা যে আর্থিক ভাবে আরও ক্ষতিগ্রস্থ হত ভালো ভাবেই টের পাচ্ছে পাক বোর্ড। ঘরের মাঠে এখনও অবধি একটি ম্যাচ খেলেছে পাকিস্তান। মুলতানে সেই ম্যাচে স্টেডিয়ামের ৪০ শতাংশও ভরেছে কিনা সন্দেহ রয়েছে। সম্প্রচারে তা পরিষ্কার ধরা পড়েছে। বাকি ম্যাচের চিত্র আরও খারাপ। এর মধ্যেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের টুইট! ভারতকে খোঁচা দিতে ওয়েদার রিপোর্টও টুইট করলেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলি হওয়ার কথা কলম্বোয়। যদিও সেখানে প্রবল বৃষ্টির কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল, সুপার ফোরের ম্যাচগুলি হাম্বানতোতায় স্থানান্তরিত করার কথা। কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য সিদ্ধান্ত বদলায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এর দুটি কারণ। প্রথমত, কলম্বোয় সুপার ফোর পর্বের ম্যাচ রয়েছে আগামী রবিবার থেকে। ফাইনালও কলম্বোতেই। আবহাওয়া দফতর থেকে যে রিপোর্ট দেওয়া তাতে, সেই সময়টাকে সেখানকার আবহাওয়া উন্নতি করবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি সম্প্রচারকারী চ্যানেলের তরফে আপত্তি জানানো হয়েছিল। কেন না, সম্প্রচারের যাবতায়ী সরঞ্জাম স্থানান্তরিত করার বিষয়টি খুবই জটিল। সে কারণেই কলম্বোতে সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ করার সিদ্ধান্তই বহাল রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠির দাবি, ভারত ভয় পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলা যাতে সম্পূর্ণ না হয় সে কারণেই কলম্বোয় ম্যাচ করার সিদ্ধান্ত হয়েছে। টুইটে ওয়েদার রিপোর্টের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখা- ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআই আমাদের জানিয়েছিল, ভারত-পাকিস্তান পরের ম্যাচটি হাম্বানতোতায় সরানো হচ্ছে। এক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল। কী হচ্ছে এটা? ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে এবং হারার ভয় পাচ্ছে? এই দেখুন আবহাওয়ার পুর্বাভাস।’

পুরো এশিয়া কাপ আরব আমির শাহিতেও করার ভাবনা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। সে সময় বেশ কিছু বোর্ডের আপত্তিতেই সেখানে করা হয়নি। কেন না, আরব আমির শাহির প্রচন্ড গরমে ওয়ান ডে ফরম্যাট খেলা খুবই কঠিন। আর তাতে ভারতে ওয়ান ডে বিশ্বকাপের যথাযথ প্রস্তুতিও সারা যেত না। পাকিস্তান বোর্ডও সেই তালিকায় ছিল, এমনটাই জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ানও।

Next Article