Rohit Sharma, IND vs PAK: বাঁ হাতি পেসার শাহিন এবং রোহিতের সেই একই চিত্র

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 02, 2023 | 4:49 PM

Asia Cup 2023, IND vs PAK: রোগের সমাধানে ভারতীয় দলে রয়েছে বাঁ হাতি থ্রো ডাউন স্পেশালিস্ট। ভারতীয় শিবিরে সব মিলিয়ে তিন জন থ্রো ডাউন স্পেশালিস্ট। দিনের পর দিন অনুশীলন। চিত্রটা বদলাচ্ছে কোথায়!

Rohit Sharma, IND vs PAK: বাঁ হাতি পেসার শাহিন এবং রোহিতের সেই একই চিত্র
Image Credit source: twitter

Follow Us

পাল্লেকেলে: বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ব্যাটিং করতে হলে কি হাঁটু কাঁপে রোহিতের? এই চিত্র তো নতুন নয়। এই রোগের সমাধানে ভারতীয় দলে রয়েছে বাঁ হাতি থ্রো ডাউন স্পেশালিস্ট। ভারতীয় শিবিরে সব মিলিয়ে তিন জন থ্রো ডাউন স্পেশালিস্ট। দিনের পর দিন অনুশীলন। চিত্রটা বদলাচ্ছে কোথায়! এশিয়া কাপ অভিযানে নজর ছিল রোহিত শর্মার ব্যাটিংয়ে। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে বিরাট-রোহিত দু-জনেই ছিলেন। কিন্তু ব্যাটিংয়ে নামার ইচ্ছে ছিল না। বিশ্বকাপের শেষ মুহূর্তে এসেও পরীক্ষায় নজর ছিল ভারতীয় শিবিরের। রোহিত শেষ দিকে কিছুক্ষণের জন্য নেমেছিলেন। বিরাট নামেননি। সেই থেকে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। মাঝে আর কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলেননি রোহিত। বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির করেছেন মাত্র। ম্যাচ প্র্যাক্টিসের সঙ্গে কি তার তুলনা চলে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রোহিত শর্মা যে অতিরিক্ত চিন্তিত ছিলেন এ নতুন নয়। বেঙ্গালুরুতে ভারতের প্রস্তুতি শিবিরে রাখা হয়েছিল বাঁ হাতি পেসার অনিকেত চৌধুরিকে। তাঁর বিরুদ্ধে খেলে শাহিনের জন্য রেডি হতে পারেন। কিন্তু বারবার যে কথা বলতে হয়, প্র্যাক্টিস এবং আন্তর্জাতিক ম্যাচ এক নয়। ওয়ান ডে ফরম্যাটে ২০১৮ এশিয়া কাপে শাহিন আফ্রিদিকে সামলেছিলেন রোহিত শর্মা। সে সময় শাহিন জাতীয় দলে নতুন। দাপট দেখাচ্ছিলেন মহম্মদ আমির। গত কয়েক বছরে পরিণত হয়ে উঠেছেন শাহিন। টি-টোয়েন্টি ফরম্যাটে শাহিনের বিরুদ্ধে স্বচ্ছন্দ নন রোহিত। টি-টোয়েন্টিতে দু ম্যাচে আফ্রিদিকে মাত্র ৬ বল সামলেছিলেন রোহিত। ৪ রান করেছিলেন তাঁর বিরুদ্ধে। আউট হয়েছেন একবার।

পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও দেখা গিয়েছে সিম, সুইং দুটোই হচ্ছিল। রোহিত শর্মাও সেটা পর্যবেক্ষণ করেছেন। স্পিনারদের জন্যও সুবিধা রয়েছে। সাংবাদিক সম্মেলনে নিজেও সে কথা জানান। তারপরও টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। নিজেদের ‘চ্যালেঞ্জ’ করাই যেন উদ্দেশ ছিল। তিনি নিজে তৈরি ছিলেন কি? প্রশ্ন উঠতে বাধ্য়। ইনিংসের দ্বিতীয় বলেই স্কোয়ার লেগে খেলেছিলেন। অল্পের জন্য ক্যাচ হয়নি, বাউন্ডারি পেয়েছিলেন রোহিত। বৃষ্টি বিরতির পর শাহিন ওভার দ্য় উইকেট বল করছিলেন। বাঁ হাতি পেসারের স্টক ডেলিভারি, ডান হাতি রোহিতের থেকে বল বাইরেই যাচ্ছিল। পরপর দুটি ডেলিভারি সেম করলেন। পরের বলটিই ভেতরে ঢোকালেন। অফস্টাম্প ছিটকে দিলেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ডেলিভারি মনে করায়। শাহিনের বিরুদ্ধে প্রথম ডেলিভারি সামলাচ্ছিলেন। প্রথমটিই ভেতরে ঢুকলো এবং লেগ বিফোর আউট রোহিত।

Next Article