AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit On PAK Pace Attack: পাক পেস-ত্রয়ীর বিরুদ্ধে কতটা প্রস্তুত? রোহিতের জবাবে হাসির রোল

Asia Cup 2023, IND vs PAK: এশিয়া কাপের আগে বাকি সব প্রশ্নে অবশ্য সিরিয়াস রোহিত। বিভিন্ন ক্ষেত্রেই রোহিতের এমন নানা মজার উত্তর পাওয়া যায়। এ দিনও সাংবাদিক সম্মেলনে হাসির রোল উঠল ওই এক বারই।

Rohit On PAK Pace Attack: পাক পেস-ত্রয়ীর বিরুদ্ধে কতটা প্রস্তুত? রোহিতের জবাবে হাসির রোল
Image Credit: AFP
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 7:57 PM
Share

পাল্লেকেলে: রোহিত শর্মা মাঠে সিরিয়াস। অনেক সময়ই মেজাজ হারান। সতীর্থদের ওপরও চিৎকার চেঁচামেচি করেন। আবার অনেক ক্ষেত্রে তাঁর শরীরী ভাষা মজা পান দর্শকরা। আম্পায়ারের সঙ্গেও মজা করতে ছাড়েন না। কিছুদিন আগেও সেটা দেখা গিয়েছে। রিভিউ নেওয়ার ক্ষেত্রে কনফিউজ করেছিলেন আম্পায়ারকেই! কখনও রিভিউ সিগন্যাল দেখাতে গিয়েও শেষ মুহূর্তে সরিয়ে নিয়েছেন। আবার এক ম্যাচে তো আম্পায়ারদের দিকে পিছন ঘুরেই রিভিউ সিগন্যাল দিয়েছেন। তেমনই সাংবাদিক সম্মেলনেও নানা প্রশ্নে মজার উত্তর দেন। ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেও এমনই মজার উত্তর দিলেন পাকিস্তানের পেস ত্রয়ীকে নিয়ে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডারের অস্বস্তি নতুন নয়। আগেও বহু ক্ষেত্রে দেখা গিয়েছে। পাকিস্তান টিমে শাহিন আফ্রিদির মতো বাঁ হাতি পেসার রয়েছেন। সঙ্গে ভুললে চলবে না নাসিম শাহ, হ্যারিস রউফের মতো পেসারের কথাও। কাল এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। স্বাভাবিক ভাবেই পাকিস্তানের পেস ত্রয়ীকে নিয়ে প্রশ্ন সামলাতে হল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। জানতে চাওয়া হয়, পাকিস্তানের পেস ত্রয়ীকে সামলানোর প্রস্তুতি কেমন হয়েছে। প্রশ্ন শুনেই রোহিতের মুখে হাসি। মজার সুরে শুরু করলেন, ‘আমাদের কাছে তো শাহিন, রউফ, নাসিমরা নেই। আমাদের যারা রয়েছে, নেটে তাদের বিরুদ্ধেই প্র্য়াক্টিস করেছি।’ তারপরই গম্ভীর জবাব, ‘পাকিস্তান ক্রিকেটে বরাবরই ভালো পেসার উঠে এসেছে। তবে আমরাও অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। কিছুটা অভিজ্ঞতা আমাদেরও রয়েছে। সেটা দিয়েই সামলাবো।’

চার বছর আগে, ২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ান ডে বিশ্বকাপ। একটি ম্যাচের পর সাংবাদিক সম্মেলেন এসেছিলেন রোহিত। পরদিনই ছিল মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। রোহিতকে নানা প্রশ্নের পর জানতে চাওয়া হয়, ধোনির জন্মদিনে টিমের তরফে স্পেশাল কী হবে। রোহিত বেশ কিছুক্ষণ ভাবেন। তারপর বলেন, ‘আমাদের ট্র্যাভেল ডে। পরবর্তী ম্যাচ খেলতে যাব। টিম বাসেই কেক কাটবো।’ আর ধোনিকে আপনি স্পেশাল কী বলবেন? শুনেই মজার উত্তর, ‘কী আর বলব, হ্যাপি বার্থ-ডে বলব। এটাই তো বলে নাকি?’ পাল্টা প্রশ্ন ছুড়ে দেন রোহিত।

এশিয়া কাপের আগে বাকি সব প্রশ্নে অবশ্য সিরিয়াস রোহিত। বিভিন্ন ক্ষেত্রেই রোহিতের এমন নানা মজার উত্তর পাওয়া যায়। এ দিনও সাংবাদিক সম্মেলনে হাসির রোল উঠল ওই এক বারই।