Asia Cup 2023 Schedule: এশিয়া কাপের সূচি কেন ঘোষণা হচ্ছে না জানেন?

Asia Cup 2023: ভারতের মাটিতে এ বছরের ওডিআই বিশ্বকাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এ বারের এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু এখনও অবধি এশিয়া কাপের সূচির ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি।

Asia Cup 2023 Schedule: এশিয়া কাপের সূচি কেন ঘোষণা হচ্ছে না জানেন?
এশিয়া কাপের সূচি কেন ঘোষণা হচ্ছে না জানেন?Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 03, 2023 | 12:31 PM

মুম্বই: সপ্তাহখানেক আগে আইসিসির (ICC) পক্ষ থেকে ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। ভারতের মাটিতে এ বছরের ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এ বারের এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু এখনও অবধি এশিয়া কাপের (Asia Cup 2023) সূচির ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে কেন এখনও এশিয়া কাপের সূচি ঘোষণা করা হচ্ছে না? ইনসাইডস্পোর্টসের এক রিপোর্ট অনুযায়ী, এর নেপথ্যে রয়েছে শ্রীলঙ্কা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি ছিল না। যে কারণে পাকিস্তান হাইব্রিড মডেলের প্রস্তাব দেয়। সেই হাইব্রিড মডেলেই হতে চলেছে এ বারের এশিয়া কাপ। এই মেগা টুর্নামেন্ট হওয়ার শুরু কথা ৩১ অগস্ট। কিন্তু এখনও পর্যন্ত এসিসির পক্ষ থেকে সূচি ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, শ্রীলঙ্কার কলম্বোকে এ বারের এশিয়া কাপের একটি ভেনু হিসেবে বাছাই করার পরিকল্পনা ছিল। আর সেখানেই হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু এই কলম্বোকে ঘিরেই তৈরি হয়েছে বিপত্তি।

বিসিসিআইয়ের এক সূত্রের মতে, সম্ভাব্য সূচি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে। চলতি সপ্তাহেই সূচি প্রকাশ্যে আসার কথা। কলম্বোকে একটি ভেনু হিসেবে রাখার কারণেই এশিয়া কাপের সূচি প্রকাশে দেরি হচ্ছে। কারণ যে সময় এশিয়া কাপ হওয়ার কথা, ওই সময় কলম্বোয় বৃষ্টির মরসুম। যেহেতু ভারত-পাকিস্তান ম্যাচ কলম্বোয় হওয়ার কথা ভাবা হয়েছিল, সেক্ষেত্রে সেখানে বৃষ্টি হলে বড় সমস্যা তৈরি হবে। তাই এশিয়া কাপের সূচি নিয়ে চলছে গড়িমসি।

হাইব্রিড মডেল অনুযায়ী, এ বারের এশিয়া কাপে প্রথম ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। সেই ম্য়াচগুলি হবে লাহোরে। তারপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। ৩১ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর অবধি চলবে এ বারের এশিয়া কাপ।