কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে শনি-বিকেলে মুখোমুখি হতে চলেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা এবং সাকিব আল হাসানের বাংলাদেশ। এটি সুপার-৪ পর্বের দ্বিতীয় ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সুপার ফোরের এটি প্রথম ম্যাচ। কিন্তু সাকিবের বাংলাদেশের এটি সুপার-৪ পর্বের দ্বিতীয় ম্যাচ। টাইগার্সরা সুপার-ফোরের প্রথম ম্যাচে বাবর আজমের পাকিস্তানের কাছে হেরেছিল। ৭ উইকেটে ওই ম্যাচ জিতে সুপার ফোর থেকে আপাতত ২ পয়েন্ট পেয়েছে বাবরের গ্রিন আর্মি। এ বার দেখার সুপার-৪ এর দ্বিতীয় ম্যাচে সাকিবরা কেমন পারফর্ম করেন। এই ম্যাচ বড় ব্যবধানে বাংলাদেশকে জিততে হবে। কারণ প্রথম ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে পাকিস্তান জেতায় বাংলাদেশের নেট রানরেট -১.০৫১। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এশিয়া কাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের (Sri Lanka vs Bangladesh) ম্যাচ কখন, কোথায় কীভাবে দেখবেন।
এক ঝলকে হেড টু হেড – ওডিআইতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট ৫২ বার। তাতে শ্রীলঙ্কারই দাপট রয়েছে। দুই দলের সাক্ষাতে ৪১ বার জিতেছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ জিতেছে মাত্র ৯ বার। ২টি ম্যাচ অমীংমাসিত।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি কবে হবে?
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি আগামিকাল শনিবার (৯ সেপ্টেম্বর) হবে।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি কোথায় হবে?
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।