কলম্বো: এশিয়া কাপ ফাইনালে এক পেশে জয়। অষ্টম বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। আর এই জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মহম্মদ সিরাজের। সব দিক থেকেই জিতেছেন। ম্যাচে অনবদ্য বোলিং, সেরার পুরস্কার। আসল ‘নায়ক’ মাঠকর্মীদের পুরস্কার মূল্য উপহার। ভারতীয় ক্রিকেটে সিরাজকে নিয়ে ব্যাপক উন্মাদনা। টিম ইন্ডিয়ার জয়ে প্রাক্তন ক্রিকেটাররা একের পর এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর শুধু যে ভারতের জয়ে বার্তা দিলেন তা নয়, সিরাজকে নিয়ে বিশেষ মন্তব্য তাঁর। তেমনই ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় উচ্ছ্বসিত দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
Congratulations #TeamIndia on an emphatic victory! A difficult day indeed for Sri Lankan cricket. Must say, @mdsirajofficial‘s upfront spell was rather spicy to handle!
Well done 🇮🇳.#INDvSL pic.twitter.com/LW2MfRZo68
— Sachin Tendulkar (@sachin_rt) September 17, 2023
শ্রীলঙ্কা ব্যাটিং লাইন আপে ধস নামান মহম্মদ সিরাজ। এমন একপেশে এবং ছোট গল্পের মতো ফাইনাল হবে, কেউই প্রত্যাশা করেননি। কিন্তু সিরাজের বোলিং সব হিসেব ওলট-পালট করে দিয়েছে। ইনিংসের চতুর্থ ওভারে চার উইকেট নেন সিরাজ। ইনিংসে সব মিলিয়ে ২১ রান দিয়ে ৬ উইকেট। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তায় মাস্টার ব্লাস্টার লেখেন-‘অনবদ্য একটা জয়ে টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা। শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য একটা হতাশার দিন। তবে একটা বিষয় না বললেই নয়, সিরাজের প্রথম স্পেলে প্রচন্ড ঝাঁঝ ছিল।’
I said at the start .. this is a very strong team .. they looked superb throughout ..well done team india.. Rohit sharma second Asia cup title .. well done Rohit , Dravid , support staff selectors and all the team members @bcci
— Sourav Ganguly (@SGanguly99) September 17, 2023
ভারতের অন্যতম সফল অধিনায়ক তথা বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘শুরুতেই বলেছিলাম, এই টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী। রোহিতের নেতৃত্বে দ্বিতীয় এশিয়া কাপ। রোহিত, দ্রাবিড়, সাপোর্ট স্টাফ, নির্বাচক এবং টিমের প্রত্যেককে অভিনন্দন।’
What an emphatic win India! Next step WC 🇮🇳🇮🇳
— Gautam Gambhir (@GautamGambhir) September 17, 2023
দেশের প্রাক্তন অধিনায়ক তথা ২০১১ সালের বিশ্বজয়ী দলের ওপেনার গৌতম গম্ভীর অপেক্ষায় বিশ্বকাপের। টিম ইন্ডিয়াকে তাঁর বার্তা, ‘অনবদ্য জয়। পরবর্তী ধাপ, বিশ্বকাপ।’