নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup) যাত্রাটা জয় দিয়ে করতে পারেনি রোহিত শর্মার ভারত। বৃষ্টির কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ধুয়ে গিয়েছিল। রবিবার, ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোর পর্বে এ বার ভারত-পাক লড়াই। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে জ্বলে উঠেছিলেন পাক বোলাররা। মেন ইন ব্লুর বিরুদ্ধে পাকিস্তানের তিন পেসার সব উইকেট সাবাড় করেছিলেন। আবারও ভারত-পাক (India vs Pakistan) ম্যাচে ভালো পারফর্ম করতে পারেন পাক পেসাররা। মনে করছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। শুধু তাই নয়, সানি মনে করেন নতুন বলে এখন পাকিস্তানের বোলাররাই সেরা। আর কী কী বললেন গাভাসকর, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল গাভাসকর বলেছেন, ‘পাকিস্তান এবং অস্ট্রেলিয়া টিমে বরাবরই নতুন বলে বোলিং করার মতো দারুণ বোলাররা থাকে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানই এ ক্ষেত্রে একসময় ১ এবং ২ নম্বরে ছিল। কিন্তু বর্তমানে পাকিস্তানের বোলিং আক্রমণই সবচেয়ে ভয়ঙ্কর। পাকিস্তানের বোলিং লাইনআপে ডান হাতি ও বাঁ হাতি কম্বিনেশন আছে। ওরা একদিকে যেমন গতিতে বল করতে পারে, তেমনই দুই দিকে বল সুইংও করাতে পারে। যার ফলে ব্যাটারদের পক্ষে পাক বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা সম্ভব হয়ে ওঠে না।’
পাক পেস ত্রয়ী — শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ চলতি এশিয়া কাপে এখনও অবধি নিয়েছেন মোট ২৩টি উইকেট। ৩টি ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন শাহিন ও নাসিম। আর হ্যারিস রউফ নিয়েছেন ৯টি উইকেট। এ বার দেখার রবিবার ভারতের বিরুদ্ধে এই পাক পেস ত্রয়ী জ্বলে ওঠে কিনা। পাকিস্তান এই টুর্নামেন্টে এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছে। তার জয় ২টি ও একটি ম্যাচ অমীমাংসিত। অন্যদিকে ভারত ২টি ম্যাচ খেলেছে। তার একটিতে শুধু ব্যাটিং করেছে। আর অপরটিতে ব্যাটিং ও বোলিং দুই করার সুযোগ পেয়েছিল ভারত। এ বার দেখার সানডে ভারত-পাক ম্যাচ কতটা জমজমাট হয়।