Team India Coach: সামি কেন একাদশের বাইরে? কারণ জানালেন টিম ইন্ডিয়ার কোচ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 14, 2023 | 10:15 PM

Asia Cup 2023, Mohammed Shami: স্বাভাবিক ভাবেই উঠে এল মহম্মদ সামি প্রসঙ্গ। পারশ মামরের কথায়, 'কাউকেই বাদ দেওয়া সহজ নয়। সামির মতো বোলারকে বাইরে রাখা খুবই কঠিন। ওর অভিজ্ঞতা, দক্ষতা, পারফরম্যান্স দলের সম্পদ। দেশের জন্য ও যা পারফর্ম করেছে, অসাধারণ। ওকে বাদ দেওয়া হয়েছে, এটা বলা সহজ।' আরও বলেন, 'প্লেয়ারদের সঙ্গে এ বিষয়ে স্বচ্ছ্বতা রাখা হয়। ওদের সঙ্গে নিয়মিত কথা বলা হয়। কোন সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, সেটা প্লেয়াররা জানে।'

Team India Coach: সামি কেন একাদশের বাইরে? কারণ জানালেন টিম ইন্ডিয়ার কোচ
Image Credit source: PTI

Follow Us

কলম্বো: মহম্মদ সামি কেন একাদশে সুযোগ পাচ্ছেন না? এই প্রশ্ন শুধু সাধারণ ক্রিকেট প্রেমীর নয়। ক্রিকেট বিশেষজ্ঞরাও এই নিয়ে বারবার প্রশ্ন তুলছেন। ধারাভাষ্যে উঠে এসেছে এই প্রসঙ্গ। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না সামি। জসপ্রীত বুমরা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় নেপালের বিরুদ্ধে খেলানো হয় সামিকে। সুপার ফোরের আগে দলের সঙ্গে যোগ দেন জসপ্রীত বুমরা। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরাকেই খেলানো হয়। সামি একাদশে কেন নেই, বোলিংয় কোচ পারশ মামরেকে এই প্রশ্নের সামনে পড়তে হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। ফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে কিছু পরীক্ষা নিরীক্ষা দেখে যেতে পারে। বোলিং আক্রমণ নিয়ে কোচ পারশ মামরে বলছেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকেই বুমরার রিকোভারিতে নজর রাখছি। ওর ফিটনেস নিয়ে আমরা খুশি। স্কোয়াডে চারজন কোয়ালিটি পেসার রয়েছে। এত বিকল্প থাকায় আমরা উচ্ছ্বসিত।’

স্বাভাবিক ভাবেই উঠে এল মহম্মদ সামি প্রসঙ্গ। পারশ মামরের কথায়, ‘কাউকেই বাদ দেওয়া সহজ নয়। সামির মতো বোলারকে বাইরে রাখা খুবই কঠিন। ওর অভিজ্ঞতা, দক্ষতা, পারফরম্যান্স দলের সম্পদ। দেশের জন্য ও যা পারফর্ম করেছে, অসাধারণ। ওকে বাদ দেওয়া হয়েছে, এটা বলা সহজ।’ আরও বলেন, ‘প্লেয়ারদের সঙ্গে এ বিষয়ে স্বচ্ছ্বতা রাখা হয়। ওদের সঙ্গে নিয়মিত কথা বলা হয়। কোন সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, সেটা প্লেয়াররা জানে।’

হার্দিক পান্ডিয়ার বোলিং নিয়েও উচ্ছ্বসিত ভারতের বোলিং কোচ। পাকিস্তান ম্যাচে অনবদ্য ডেলিভারিতে ওডিআই ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার বাবর আজমকে বোল্ড করেন হার্দিক। তেমনই শ্রীলঙ্কা ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দেন।

Next Article