Rohit Sharma On Pakistan: ‘গত কয়েক বছর…’, পাকিস্তান টিম নিয়ে রোহিতের মূল্যায়ন
Asia Cup 2023, IND vs PAK: শুধু ভারত-পাক ম্যাচ নয়। রোহিতের নজরে টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে টিমের আত্মবিশ্বাস বাড়বে।
পাল্লেকেলে: রাত পেরোলে আর কয়েক ঘণ্টা। এশিয়া কাপ অভিযান শুরু হবে ভারতের। শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। গত বার এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত জয় দিয়ে শুরু করলেও টুর্নামেন্টে দ্বিতীয় সাক্ষাতে পাকিস্তানের কাছে হার। এ বার ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সে কারণে এশিয়া কাপও ৫০ ওভারের ফরম্যাটেই করা হচ্ছে। এই ফরম্যাটের পরিসংখ্যান বলছে, গত তিন সাক্ষাতেই জিতেছে ভারত। এ বারের পরিস্থিতি তাও আলাদা। খোদ রোহিত শর্মাও এমনটাই মনে করছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নেপালের বিরুদ্ধে ২৩৮ রানের জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। এখানে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। শুধু তাই নয়, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলেছে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতেই সেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান।
এশিয়া কাপের আগে পর্যাপ্ত প্রস্তুতি সেরেছে পাকিস্তান। ভারতীয় দল কতটা প্রস্তুত? প্রতিপক্ষ এবং নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘পাকিস্তান খুবই ভালো দল। গত কয়েক বছর দুর্দান্ত পারফর্ম করছে। সেটা টি-টোয়েন্টি হোক বা ৫০ ওভারের ফরম্যাট। প্রতিটা দলের সাফল্যের পিছনে পরিশ্রম থাকে। এমনিই কেউ এক নম্বর হয় না। তবে বেঙ্গালুরুতে আমরাও সেরা প্রস্তুতি সেরেই এসেছি। এখানে পৌঁছেও একটা দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। টিমের অন্দরে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল। আশা করি, কালকের ম্যাচ সেই বিষয়গুলি ঠিক করতে পারব।’
রোহিত আরও বলেন, ‘এটা একটা বড় প্রতিযোগিতা। যে কেউ যে কোনও দলকে হারাতে পারে। এশিয়ার সেরা ছয় দল খেলছে। প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তবে আমরা একটা ম্যাচ দেখছি। কালকের ম্যাচে আমাদের প্রতিপক্ষকে নিয়ে ভাবছি। টিম ইন্ডিয়া হিসেবে মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতাই আমাদের কাছে আসল। মাঠের বাইরে কী করছি, সেটা ভাবার বিষয় নয়।’
শুধু ভারত-পাক ম্যাচ নয়। রোহিতের নজরে টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে টিমের আত্মবিশ্বাস বাড়বে।