নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। ১৬তম এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হওয়ার ৯ দিন আগে ঘোষিত হল ভারতীয় স্কোয়াড। টিম ইন্ডিয়ার (Team India) মিডল অর্ডারে মিলল স্বস্তি। প্রত্যাশা মতো দলে ফিরলেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। যদিও গত কয়েক দিন ধরে মাঝে মাঝেই শোনা যাচ্ছিল শ্রেয়স পুরোপুরি ফিট নন। হয়তো তাঁকে দেখা যাবে না এশিয়া কাপে। লোকেশ রাহুলকে নিয়েও একই কথা শোনা গিয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান। রাহুল-শ্রেয়স দু’জনই খেলবেন এ বারের এশিয়া কাপে। আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল ভারত। টিমে বিরাট চমক তরুণ তুর্কি তিলক ভার্মা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
৩০ অগস্ট শুরু হবে এ বারের এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ২ অক্টোবর। দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল কেমন হতে পারে ভারতের এশিয়া কাপের স্কোয়াড? দেশের মাটিতে হতে চলা বিশ্বকাপের আগে কি কামব্যাক হবে রাহুল-শ্রেয়সের? আজ, এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হতেই মিলল সব উত্তর। নয়াদিল্লিতে এশিয়া কাপের দল ঘোষণার জন্য নির্বাচনী বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর, ভারতের অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই সচিব জয় শাহ।
১১ মাস ২২ গজ থেকে দূরে থাকার পর আয়ার্ল্যান্ড সফরে জসপ্রীত বুমরার দুরন্ত কামব্যাক হয়েছে। তারপর থেকে শোনা যাচ্ছিল এ বারের এশিয়া কাপে হার্দিক নন রোহিতের ডেপুটি হতে পারেন বুমরা। কিন্তু তেমনটা হল না। হার্দিকের উপর আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনিই এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক।
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা।
ভারতীয় টিমের সঙ্গে ব্যাকআপ প্লেয়ার হিসেবে সফর করবেন: সঞ্জু স্যামসন।