পাল্লেকেলে: মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাক, ম্যাচ শুরুর আগে এবং পরে ভারত-পাকিস্তান ক্রিকেটার বন্ধুত্বের কথা অজানা নয়। সেটা যুগ যুগ ধরে চলে আসছে। ইনজামাম উল হক-সৌরভ গঙ্গোপাধ্যায় হোক বা বীরেন্দ্র সেওয়াগ-শোয়েব আখতার। সুযোগ পেলে আড্ডায় মেতে উঠতেন তারা। বর্তমান ভারতীয় দলে একইরকম উন্মাদনা হয় বিরাট কোহলিকে ঘিরে। অতীতে মহম্মদ আমির, শাহিদ আফ্রিদিরা বিরাটকে দেখলেই ছুটে আসতেন। কথা বলতেন। আড্ডা জমে যেত। বিরাটের অফ ফর্মের সময় পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বাবর আজম। মাঠে দেখা হলে হাসি মুখে সৌজন্য বিনিময় করেন। ভারতের এশিয়া কাপ অভিযান শুরুর আগের অনুশীলনে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই আড্ডায় মাতলেন বিরাট, রোহিত। আচ্ছা, হ্যারিস রউফকে কি মেলবোর্নের সেই ছক্কা মনে করালেন বিরাট কোহলি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-পাকিস্তান দু-দলই ম্যাচের আগে পাল্লেকেলেতে অনুশীলন সেরেছে। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে প্রস্তুতির অনেককিছুই সরাসরি দেখানো হয়। সেখানেও দেখা গিয়েছে পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খানের সঙ্গে আড্ডায় মেতে বিরাট কোহলি। শাদাবের ব্যাট নিয়ে নকিংও করেন বিরাট। সঙ্গে ছিলেন শাহিন আফ্রিদি, হ্য়ারিস রউফের মতো দুই পেসারও। পাকিস্তান বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলিকে দেখতে পেয়েই এগিয়ে গেলেন হ্যারিস রউফ। হাসি মুখে দীর্ঘসময় কথা হল তাদের। এই নিয়েই অনেকে মজা করেন, মেলবোর্নের সেই ছক্কার প্রসঙ্গ উঠল কিনা!
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। রান তাড়ায় দ্রুত চার উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিল ভারত। ত্রাতার ভূমিকায় সেই বিরাট কোহলি। কঠিন সময় অনবদ্য একটা জুটি গড়েন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। শেষের জন আউট হলেও বিরাট ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। এর মধ্যে একটা মুহূর্ত কোনও মতেই ভোলার নয়। পাক পেসার হ্যারিস রউফের এক্সপ্রেস গতির কথা কারও অজানা নয়। একটি বল বিট করেই যেন আত্মতুষ্টিতে ভুগছিলেন হ্যারিস। একটি এক্সপ্রেস গতির শর্টপিচ ডেলিভারি স্ট্রেট বাউন্ডারিতে বিশাল ছক্কা মারেন বিরাট কোহলি। বিশ্বের যে কোনও ব্যাটারের পক্ষে এই শট মারা সম্ভব নয়। বেশির ভাগ ব্যাটারই হয়তো পুল, হুক কিংবা কাট শট খেলার চেষ্টা করতেন। কিন্তু বিরাট কোহলি ঠিক যেন টেনিসের রিটার্ন-এর মতোই সাইট স্ক্রিনের ওপরে ছয় মারেন। যা দেখে চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল খোদ হ্যারিস রউফেরও।
Pakistan and India players meet up ahead of Saturday’s #PAKvIND match in Kandy ✨#AsiaCup2023 pic.twitter.com/iP94wjsX6G
— Pakistan Cricket (@TheRealPCB) September 1, 2023
আজ আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এটি ৫০ ওভারের ফরম্যাট। বিরাটকে কেমন মেজাজে দেখা যাবে তারই অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সবচেয়ে বেশি অপেক্ষা যেন কিং কোহলি বনাম পাকিস্তানের পেস-ত্রয়ী।