নয়াদিল্লি: নীরজ মানেই নজির। একের পর এক প্রতিযোগিতায় নজর কাড়ছেন। ভারতীয় অ্যাথলেটিক্সে সাফল্যের উদাহরণ হয়ে উঠেছেন নীরজ চোপড়া। ভারতীয় ক্রীড়ায় যে সমস্ত অপ্রাপ্তি ছিল, সবই পূরণ হয়েছে নীরজের জ্যাভলিনে। তার প্রথম ধাপ ছিল টোকিও অলিম্পিক। প্রথম বার অ্যাথলেটিক্সে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিল ভারত। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও জিতেছেন নীরজ। জিতেছেন ডায়মন্ডের মতো সম্মানের লিগ। কোনও টুর্নামেন্টে নামা মানে নীরজই ফেভারিট। জাকার্তা এশিয়ান গেমসে সোনা জয়ী নীরজের লক্ষ্য ছিল হানঝাউ এশিয়াডে তা নিজের দখলেই রাখা। হানঝাউতে সোনা জিতলেও তাঁর থ্রো নিয়ে বিতর্ক হয়। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন নীরজ। কী হয়েছিল, খোলসা করেন ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রিপাব্লিকে এক সাক্ষাৎকারে নানা বিষয়েই কথা বলেছেন নীরজ। হানঝাউ এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নীরজ। বিতর্ক তৈরি হয় তাঁর প্রথম থ্রো নিয়ে। খালি চোখে ধরা পড়ে ৮৫ মিটার মার্ক ছাপিয়ে গিয়েছেন নীরজ। যদিও প্রযুক্তিগত সমস্যায় তাঁর থ্রোয়ের দূরত্ব দেখানো হয়নি। পুরোটাই ইচ্ছাকৃত বলেও মনে করা হচ্ছে। নীরজ বলেন, ‘সেখানে বেশ কিছু বিষয় ছিল যা অফিসিয়ালরা বুঝে উঠতে পারছিল না। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা বলেছে, বিষয়টি নিয়ে অ্যাকশন নেবে। আন্তর্জাতি অ্যাথলেটিক্স সংস্থাকেও জানানো হবে। আশাকরি ওরা এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেবে।’
এশিয়ান গেমসে সোনা জিতলেও চিনের অফিসিয়ালদের নিয়ে বিরক্ত ছিলেন নীরজ। হানঝাউ অ্যাথলেটিক্স ইভেন্টে বেশ কয়েকটি ক্ষেত্রেই বিতর্ক দেখা দিয়েছিল। তার মধ্যে অন্যতম নীরজের বিষয়টি। ৬টির জায়গায় তাঁকে সাতটি থ্রো করতে হয়। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ এই তারকা অ্যাথলিট।