Mithali Raj: এশিয়ার সেরা হলেও…, স্মৃতিদের সতর্কবার্তা কিংবদন্তি মিতালির
Asian Games 2023, Women's Cricket : এশিয়ান গেমসে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ। আসল লড়াই বলা যায় সেমিফাইনাল থেকেই। শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে কোনও প্রতিপক্ষকে পাওয়ার সম্ভাবনা। বাংলাদেশ সফরে ভারতের পারফরম্যান্স সুখকর হয়নি। নিদা দারের নেতৃত্বে পাকিস্তান সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকাকে ক্লিনসুইপ করেছে। শ্রীলঙ্কাও অনবদ্য পারফর্ম করছে।
নয়াদিল্লি: এশিয়ান ক্রিকেটে অন্যতম শক্তিশালী দেশ ভারত। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে সফল। এশিয়ার একমাত্র দল হিসেবে গত তিনটি আইসিসি টুর্নামেন্টেই সেমিফাইনাল, ফাইনাল অবধি পৌঁছেছে ভারত। এখনও অবধি মেয়েদের এশিয়া কাপে এক বার ছাড়া বাকি সব সংস্করণেই চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এশিয়া কাপে সাতবারের চ্যাম্পিয়নদের সামনে এশিয়ান গেমস। সোনার পদকের দৌড়ে সকলের থেকে এগিয়ে ভারত। ফেভারিট হলেও হরমনপ্রীত, স্মৃতিদের সতর্ক করছেন কিংবদন্তি মিতালি রাজ। তার কারণও জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সম্প্রতি বাংলাদেশ সফরে আচরণগত কারণে নির্বাসিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এশিয়ান গেমসে প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। টিম ইন্ডিয়াকে বার্তায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটার মিতালি রাজ বলছেন, ‘শ্রীলঙ্কা এবং পাকিস্তান ক্রিকেটের উত্থানও দেখছি। ওরা কিন্তু ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান অনেক আত্মবিশ্বাস নিয়েই নামবে এশিয়ান গেমসে। আমরা ফেভারিট হলেও, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।’
এশিয়ান গেমসে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ। আসল লড়াই সেমিফাইনাল থেকেই। শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে কোনও প্রতিপক্ষকে পাওয়ার সম্ভাবনা। বাংলাদেশ সফরে ভারতের পারফরম্যান্স সুখকর হয়নি। নিদা দারের নেতৃত্বে পাকিস্তান সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকাকে ক্লিনসুইপ করেছে। শ্রীলঙ্কাও অনবদ্য পারফর্ম করছে।
ভারতের স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ। এশিয়ান গেমস থেকে শক্তিশালী একটা কম্বিনেশন খুঁজে নেওয়াও লক্ষ্য। মিতালি রাজ আরও বলছেন, ‘আমাদের দলে বেশ কিছু তরুণ মুখ থাকলেও ওদের অভিজ্ঞতাও কম নয়। কয়েকজন সিনিয়রও থাকছে। জুনিয়রদের কাছে এটাই সেরা সুযোগ নিজেদের প্রতিষ্ঠিত করার।’