India vs Bangladesh: সেমিফাইনালে আজ ভারত-বাংলাদেশ, ম্যাচ ভেস্তে গেলে?
Asian Games 2023, Women's Cricket : কোয়ার্টার ফাইনালে ভারত-মালয়েশিয়া ম্যাচে ওভার কমে। ১৫ ওভারের ম্যাচে অনবদ্য ব্যাটিং ভারতের। মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে ভারত। কিন্তু মালয়েশিয়া ইনিংসে মাত্র দু-বলের পরই ফের বৃষ্টি। ম্যাচ আর শুরু করা যায়নি। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, দুটি দলের মধ্যে সেরা বাছাই দল পরের রাউন্ডে যাবে। বাছাই ঠিক হয়েছে আইসিসি ক্রমতালিকায় অনুযায়ী। সেখানে টি-টোয়েন্টিতে ভারত রয়েছে চার নম্বরে। মালয়েশিয়া রয়েছে ২৭ নম্বরে। সে কারণেই ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়।
নয়াদিল্লি: এশিয়ান গেমস ক্রিকেটে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। মেয়েদের ক্রিকেটে এশিয়ার সেরা দল ভারত। এশিয়ান গেমসে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলার সুযোগ পেয়েছে। যদিও ভারতের ম্যাচটি সম্পূর্ণ হয়নি। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে নেমেছিলেন স্মৃতি মান্ধানারা। ভারতীয় ইনিংসে বাধা হয়। তবে ভারত সহজেই সেমিফাইনালে জায়গা করে নেয়। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ। এই ম্যাচও ভেস্তে গেলে? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কোয়ার্টার ফাইনালে ভারত-মালয়েশিয়া ম্যাচে ওভার কমে। ১৫ ওভারের ম্যাচে অনবদ্য ব্যাটিং ভারতের। মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে ভারত। কিন্তু মালয়েশিয়া ইনিংসে মাত্র দু-বলের পরই ফের বৃষ্টি। ম্যাচ আর শুরু করা যায়নি। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, দুটি দলের মধ্যে সেরা বাছাই দল পরের রাউন্ডে যাবে। বাছাই ঠিক হয়েছে আইসিসি ক্রমতালিকায় অনুযায়ী। সেখানে টি-টোয়েন্টিতে ভারত রয়েছে চার নম্বরে। মালয়েশিয়া রয়েছে ২৭ নম্বরে। সে কারণেই ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়।
এশিয়ান গেমসের আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ ছিল বাংলাদেশে। সেই সফর নানা দিক থেকেই শিরোনামে। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অনবদ্য করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ ভারত কোনওরকমে জিতেছিল। ওয়ান ডে সিরিজ ড্র হয়। বাংলাদেশ প্রশংসনীয় পারফর্ম করেছিল। সিরিজের শেষ ম্যাচে বিতর্ক তৈরি হয় ভারত অধিনায়ক হরমনপ্রীতকে ঘিরে। আউট হয়ে উইকেট ভাঙেন। আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে নানা মন্তব্য করেন। প্রতিপক্ষ টিমের সঙ্গে ফটোসেশন নিয়েও বিতর্কে জড়ান হরমনপ্রীত। শৃঙ্খলাজনিত কারণে তাঁকে দু-ম্যাচ নির্বাসনও দেওয়া হয়েছে। কোয়ার্টার ফাইনালে পাওয়া যায়নি হরমনপ্রীতকে। বাংলাদেশের বিরুদ্ধেও পাওয়া যাবে না।
ভারতের সেমিফাইনাল ম্যাচেও সমস্যা হয়ে দাঁড়াতে বৃষ্টি। তাতে অবশ্য সমস্যায় পড়বে বাংলাদেশ। প্রতিযোগিতার শীর্ষ বাছাই ভারত। এই ম্যাচ ভেস্তে গেলে ভারতই ফাইনালে উঠে যাবে।
ভারত বনাম বাংলাদেশ, সকাল ৬.৩০, সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি লিভ অ্যাপে