AUS vs BAN Match Report: ম্যাক্সির পর মার্শ দাপট, হার দিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 11, 2023 | 6:49 PM

ICC World Cup Match Report, Australia vs Bangladesh: বোর্ডে ৩০০ প্লাস রান। তাতেও অবশ্য জিততে পারল না বাংলাদেশ। পাঁচ বারের চ্যাম্পিয়ন গ্রুপ পর্ব শেষ করল ৮ উইকেটের বিশাল জয়ে। গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিরুদ্ধে মারকাটারি ইনিংস মিচেল মার্শের। যার সৌজন্যে জিততে কোনও সমস্যাই হল না অস্ট্রেলিয়া। টানা সপ্তম জয়। সেমিফাইনালের আগে জয়ের ধারা বজায় রাখল অজিরা।

AUS vs BAN Match Report: ম্যাক্সির পর মার্শ দাপট, হার দিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের
Image Credit source: AFP

Follow Us

পুনে: বোর্ডে ৩০০ প্লাস রান। তাতেও অবশ্য জিততে পারল না বাংলাদেশ। পাঁচ বারের চ্যাম্পিয়ন গ্রুপ পর্ব শেষ করল ৮ উইকেটের বিশাল জয়ে। গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিরুদ্ধে মারকাটারি ইনিংস মিচেল মার্শের। যার সৌজন্যে জিততে কোনও সমস্যাই হল না অস্ট্রেলিয়া। টানা সপ্তম জয়। সেমিফাইনালের আগে জয়ের ধারা বজায় রাখল অজিরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। শেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। প্রত্যাশিত ভাবেই এই ম্যাচে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। যদিও টস জিততে পারেননি। অজি অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিং নেন। এ বারের বিশ্বকাপে শেষ ম্যাচে মরিয়া লড়াই বাংলাদেশ ব্যাটারদের। তবে সেট হয়েও বড় ইনিংস খেলতে না পারার হতাশা থাকতেই পারে লিটন দাস, তানজিদ হাসান তামিমের। দু-জনেই ৩৬ রান করেন। অধিনায়ক শান্তরও (৪৫) হাফসেঞ্চুরি হয়নি। তৌহিদ হৃদয়ের সর্বাধিক ৭৪ রান। নির্ধারিত ৫০ ওভারে ৩০৮-এর বড় স্কোর গড়ে বাংলাদেশ। যদিও বাংলাদেশের কাছে এই স্কোর আর বড় নয়।

আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দলের কঠিন পরিস্থিতিতে চোট নিয়েই অপরাজিত ডাবল সেঞ্চুরি। সেমিফাইনালের আগে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। ম্যাক্সির অনুপস্থিতি বুঝতেই দিলেন না মিচেল মার্শ। শুরুতে ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরির পর ফেরেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ মাত্র ১৩২ বলে ১৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। উল্টোদিকে স্টিভ স্মিথ ৬৪ বলে ৬৩ রানে অপরাজিত। ৩২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় অস্ট্রেলিয়ার।

Next Article