নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি খেলবেন ডেভিড ওয়ার্নার? নয়াদিল্লিতে বর্ডার-গাভাসকর সিরিজের দ্বিতীয় টেস্টে কনুইয়ে চোট পেয়েছিলেন অজি ওপেনার। মহম্মদ সিরাজের ডেলিভারিতে কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। দিল্লি টেস্টের পরই দেশে ফিরে এসেছিলেন ডেভিড ওয়ার্নার। বাকি দুটো টেস্টে না থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি খেলবেন ওয়ার্নার? অজি কোচ জানিয়ে দিলেন একদিনের সিরিজেই খেলতে দেখা যাবে অভিজ্ঞ ব্যাটারকে। সিরিজের চতুর্থ টেস্টের পর সাংবাদিক সম্মেলন করেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সিরিজ ভারত ২-১ জেতে। ৭ জুন থেকে ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাচের পর অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ওয়ার্নার আমাদের পরিকল্পনায় আছে। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজেই ও কামব্যাক করছে। চোট সারিয়ে এখন ও পুরোপুরি সুস্থ। ১৭ তারিখ থেকেই অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যাবে ওয়ার্নারকে।’ বিস্তারিত TV9Bangla-য়।
একই সঙ্গে অজি কোচ বলেন, ‘আমরা প্রতিনিয়ত সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখি। প্রত্যেক ক্রিকেটারই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। কেউ কেউ মাঝপথে হয়তো ছিটকে যায়। কেউ কেউ থেকে যায়।’
এ দিকে একদিনের সিরিজেও অস্ট্রেলিয়ার হয়ে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। মাতৃবিয়োগ হওয়ায় একদিনের সিরিজে পাওয়া যাবে না প্যাট কামিন্সকে। মায়ের অসুস্থতার জন্য টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরেছিলেন তিনি। চতুর্থ টেস্ট চলাকালীন মারা যান কামিন্সের মা। শুক্রবার থেকে শুরু ৩ ম্যাচের একদিনের সিরিজ। এ বছরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তাই একদিনের সিরিজকে বিশ্বকাপের পরীক্ষা হিসেবে দেখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর ওয়ান ডে সিরিজ জিততে মুখিয়ে স্মিথরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে এখন থেকেই পারদ চড়তে শুরু করে দিয়েছে। এখনও আড়াই মাসের বেশি সময় বাকি রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। প্রথম সংস্করণে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় সংস্করণে ভারতের সামনে এ বার অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর সিরিজ হাতছাড়া হলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাই পাখির চোখ ব্যাগি গ্রীনদের।