দুবাই: মুকুট হারাল পাকিস্তান। এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩-০ জয়। ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সুপার সানডে-তে ভারত-পাক মহারণের মাঝেই শীর্ষস্থান হারাল তারা। এই ফরম্যাটে শীর্ষে ফিরল অস্ট্রেলিয়া। এশিয়া কাপে খেলছে পাকিস্তান। তেমনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে অজিরা। বিশ্বকাপের প্রস্তুতি সারতেই এই সিরিজ। প্রথম দু-ম্যাচেই দাপুটে জয়। এর ফলেই শীর্ষে ফিরল অজিরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকা সফরে অজি টিমে আলোচনায় মার্নাস লাবুশেন। ভারতে এ বার ওয়ান ডে বিশ্বকাপ। অজি ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটি বিশ্বকাপের স্কোয়াডে রাখেনি লাবুশেনকে। দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ান ডে-তে একাদশেও সুযোগ পাননি। হঠাৎই সুযোগ আসে তাঁর কাছে। কাগিসো রাবাডার বোলিংয়ে গুরুতর চোট পান ক্যামেরন গ্রিন। তাঁর কনকাশন পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন মার্নাস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও খাদের কিনারায় ছিল অস্ট্রেলিয়া। অষ্টম উইকেটে অ্যাস্টন অ্যাগারকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
দ্বিতীয় ওয়ান-ডেতে লাবুশেনকে আর এড়িয়ে যেতে পারেনি অজি টিম ম্যানেজমেন্ট। একাদশে সুযোগ দেন। ডেভিড ওয়ার্নারের সঙ্গে সেঞ্চুরির জুটি। ওয়ার্নার এবং লাবুশেন দু-জনেই সেঞ্চুরি করেন। এই জুটির সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে ৩৯৩ রানের বিশাল লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। শেষ অবধি ১২৩ রানের বড় ব্যবধানে জয়। সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পাশাপাশি টানা দুটি জয়ের সুফল মিলল র্যাঙ্কিংয়েও। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ফিরল অস্ট্রেলিয়া। পাকিস্তান ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত।