AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ruturaj Gaikwad: ঋতুরাজ গোল্ডেন ডাক, অভিমন্যু ৭; টিম অলআউট ১০৭ রানেই

Australia A vs India A: অজি ব্যাটিংয়ে নজর ছিল ওপেনার স্যাম কন্টাসের দিকে। ১৯ বছরের তরুণকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ওপেনার হিসেবে ভাবা হচ্ছে। যদিও ইনিংসের তৃতীয় ডেলিভারিতেই মুকেশ কুমারের বোলিংয়ে কট বিহাইন্ড স্যাম কন্টাস। স্বাভাবিক ভাবেই তাঁর কেরিয়ারের শুরুর পথে বড় ধাক্কা।

Ruturaj Gaikwad: ঋতুরাজ গোল্ডেন ডাক, অভিমন্যু ৭; টিম অলআউট ১০৭ রানেই
Image Credit: ScreenGrab
| Updated on: Oct 31, 2024 | 10:18 AM
Share

অস্ট্রেলিয়ায় ভারত এ দলের সফর শুরু। ম্যাকায়তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্ট শুরু হল এ দিন। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনি। বিশেষ নজর রয়েছে ভারতের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং অভিমন্যু ঈশ্বরণের দিকে। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং পেসার প্রসিধ কৃষ্ণর দিকে। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে গোল্ডেন ডাক ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। শূন্য-তে ফিরলেন নীতীশ কুমার রেড্ডিও। ভারত অলআউট ১০৭ রানেই। দু-অঙ্কের রান ছুঁয়েছেন মাত্র তিনজন। এর মধ্যে একজন পেসার নবদীপ সাইনি।

প্রথমে ব্যাটিং প্রসঙ্গেই আসা যাক। ঘরোয়া ক্রিকেটে ঋতুরাজ এবং অভিমন্যু ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছিলেন। যে কারণে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতেও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। অন্য দিকে, ঋতুরাজ গায়কোয়াড় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা না পাওয়ায় তোপের মুখে পড়তে হয়েছে বোর্ডের দল নির্বাচন কমিটিকেও।

ভক্তদের দাবিকে জোরাল করতে পারলেন না ঋতুরাজ। প্রথম ইনিংসে লেগ স্টাম্পের বাইরের বলে কট বিহাইন্ড। গোল্ডেন ডাক ক্যাপ্টেন ঋতুরাজ। আর এক ওপেনার ৩০ টি ডেলিভারি সামলে দিলেও ৭ রানেই ফেরেন। ভারতীয় ইনিংসে সর্বাধিক স্কোর দেবদত্ত পাড়িক্কালের। ৭৭ বলে ৩৬ রান করেন। আর এক বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটার সাই সুদর্শন ২১ রান করেন। ঈশান কিষাণের অবদান ৪।

ভারতের ইনিংস ১০০-র মধ্যেই শেষ হয়ে যেতে পারত। অস্ট্রেলিয়ায় গত সফরে খেলা পেসার নবদীপ সাইনি ব্য়াট হাতে অবদান রাখলেন। ২৩ রান করেন তিনি। ভারতীয় ইনিংসে একমাত্র ওভার বাউন্ডারি তাঁর ব্যাটেই। ভারতের টেস্ট স্কোয়াডে থাকা পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ৬ বলে ০। অস্ট্রেলিয়া এ দলের হয়ে আধডজন উইকেট ব্রেন্ডন ডগেটের। প্রথম শ্রেনির ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং পরিসংখ্যান।

অজি ব্যাটিংয়ে নজর ছিল ওপেনার স্যাম কন্টাসের দিকে। ১৯ বছরের তরুণকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ওপেনার হিসেবে ভাবা হচ্ছে। যদিও ইনিংসের তৃতীয় ডেলিভারিতেই মুকেশ কুমারের বোলিংয়ে কট বিহাইন্ড স্যাম কন্টাস। স্বাভাবিক ভাবেই তাঁর কেরিয়ারের শুরুর পথে বড় ধাক্কা।