Ashes Series: লিয়েঁর দাপটে অ্যাসেজের প্রথম টেস্ট জয় অস্ট্রেলিয়ার

Nathan Lyon: আজ সকালে মাত্র ২৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। রুটে ৮৯ ও মালানের ৮২ ছাড়া বাকি ইংল্যান্ড ব্যাটররা এলেন আর গেলেন। আজ সকালে মাত্র ৭৪ রানে আটটি উইকেট হারায় ইংল্যান্ড।

Ashes Series: লিয়েঁর দাপটে অ্যাসেজের প্রথম টেস্ট জয় অস্ট্রেলিয়ার
অ্যাসেজের মঞ্চে নয়া কৃতিত্ব লিয়ঁর। সৌ: টুইটার

| Edited By: Prantik Deb

Dec 11, 2021 | 3:06 PM

ইংল্যান্ড – ১৪৭, ২৯৭

অস্ট্রেলিয়া – ৪২৫, ২০/১

 

ব্রিসবেন: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড (England) শিবির থেকে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন অধিনায়ক জো রুট ও ডেভিড মালান। কিন্তু চতুর্থ দিন সকালে আবার বদলে গেল পুরো ছবি। রুট ও মালান ফিরতেই বিপর্যয় ইংল্যান্ডে। একের পর এক উইকেটের পতন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার (Australia) পেস অ্যাটাক, কামিন্স, হ্যাজেলউড, স্টার্কের পেসে ঘায়েল হয়েছিল থ্রি লায়ন্সরা। দ্বিতীয় ইনিংসে নাথান লিয়ঁর (Nathan Lyon) স্পিনে কুপোকাত ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন অজি স্পিনার। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন লিয়ঁ।

আজ সকালে মাত্র ২৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। রুটে ৮৯ ও মালানের ৮২ ছাড়া বাকি ইংল্যান্ড ব্যাটররা এলেন আর গেলেন। আজ সকালে মাত্র ৭৪ রানে আটটি উইকেট হারায় ইংল্যান্ড। লিয়ঁর ৪ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট ক্যারামন গ্রিন ও অজি অধিনায়ক প্যাট কামিন্সের। ১টি করে উইকেট স্টার্ক ও হ্যাজেলউডের। লক্ষ্যটা ছিল খুব ছোট। ওয়ার্নারের বদেল ওপেন করতে নামানো হয় উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। যদিও প্রথম ইনিংসের মতোই ব্যর্থ তিনি। তাতেও অস্ট্রেলিয়াকে কোনও ভাবেই চাপে ফেলা যায়নি। ২০ রান তোলাটা সহজ কাজই ছিল। হাসতে হাসতে অ্যাসেজের (Ashes Series) প্রথম টেস্ট জয় অস্ট্রেলিয়ার।

 

 

ম্যাচের সেরা প্রথম ইনিংসে ১৫০ রান করা ট্রেভিস হেড। যদিও এই ম্যাচের সেরা ক্রিকেটার বাছাই করাটা মোটেই সহজ কাজ ছিল না। কারণ, প্রথম ইনিংসে কামিন্সের (Pat Cummins) পাঁচ উইকেট ভোলা যাবে না। ব্যাট হাতে ওয়ার্নার ও লাবুসেনের লড়াই অস্ট্রেলিয়ার জয়ের ভিত তৈরি করে। দ্বিতীয় ইনিংসে লিয়ঁর বোলিং। কোনওটাই ভুলে যাওয়ার নয়। তবে অজি অধিনায়ক নিশ্চয়ই খুশি। কারণ অধিনায়ক হিসেবে দলের কাছে এই পারফরম্যান্সটাই তিনি আশা করেছেন। গোটা দলই প্রথম জয় উপহার দিল অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ককে। ম্যাচে শেষে তাঁর মুখেও তাই টিম গেমের প্রশংসাই শোনা গেল। এ বার দিন কয়েকের ছুটি। তারপর ১৬ তারিখ থেকে আবার মাঠে নামার পালা। অ্যাডিলেডে শুরু হবে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট। দিন রাতের পিঙ্ক বল টেস্ট। মাঝের এই ক’টা দিনে ইংল্যান্ড পারবে নিজেদের গুছিয়ে নিতে? ক্রিকেটমহল কিন্তু খুব একটা আশা দেখছে না।

 

আরও পড়ুন : India Tour of South Africa: প্রোটিয়া সফরের জন্য রোহিতের প্রস্তুতি শুরু