Australia, ICC Trophy : বৃত্ত পূর্ণ হল, সব আইসিসি ট্রফি অস্ট্রেলিয়ার ঝুলিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 11, 2023 | 6:08 PM

WTC Final 2023 : ওভালে রোহিত শর্মার ভারতকে (India) ২০৯ রানে হারিয়ে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia)। এই আইসিসি (ICC) ইভেন্টে জেতার পর অজিদের বৃত্ত পূর্ণ হল।

Australia, ICC Trophy : বৃত্ত পূর্ণ হল, সব আইসিসি ট্রফি অস্ট্রেলিয়ার ঝুলিতে
Australia : বৃত্ত পূর্ণ হল, সব আইসিসি ট্রফি অস্ট্রেলিয়ার ঝুলিতে
Image Credit source: ICC

Follow Us

লন্ডন : আরও একটা আইসিসি ট্রফি (ICC Trophy) ক্যাবিনেটে তুলল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম সবকিছুই বিশেষ হয়। এই প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। আর প্রথম বারই বাজিমাত করল। অস্ট্রেলিয়া শিবিরে এখন আইসিসির সবক’টি ট্রফিই রয়েছে। ওভালে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) শুরু থেকেই এগিয়ে ছিল প্যাট কামিন্সের দল। ব্যাটে-বলে বাজিমাত করা অজিরাই যে এ বারের টেস্ট ফাইনালের যোগ্য জয়ী, তা WTC ফাইনালের দ্বিতীয় দিন থেকেই অনেকে বলা শুরু করেছিলেন। হলও তাই। ভারতের ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটানোর জন্য মিরাকেলের প্রয়োজন ছিল। যা আদতে হয়নি। ফলে ফের এক বার আইসিসি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হল ভারতকে। আর এদিকে এক, দুই নয়, মোট ৯টি আইসিসি ট্রফি হয়ে গেল অজিদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইসিসির সবক’টি টুর্নামেন্টে ট্রফি জেতা প্রথম দল হল অস্ট্রেলিয়া। অতীতে অজিরা মোট ৫ বার ওডিআই বিশ্বকাপ জিতেছে। ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এবং ১ বার টি-২০ বিশ্বকাপ জিতেছে। আর এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া।

এক ঝলকে দেখে নিন আইসিসির কোন কোন ট্রফি, কখন কাদের বিরুদ্ধে জিতেছে অস্ট্রেলিয়া —

১) অস্ট্রেলিয়া প্রথম বার ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮৭ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিল।

২) ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপ ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।

৩) ২০০৩ সালে ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

৪) ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।

৫) ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ জিতেছিল অজিরা। এটি ছিল অস্ট্রেলিয়ার পঞ্চম আইসিসি ট্রফি জয়।

৬) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।

৭) ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে জিতেছিল অস্ট্রেলিয়া।

৮) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এটি ছিল তাঁদের অষ্টম আইসিসি ট্রফি।

৯) এ বার ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতল অস্ট্রেলিয়া। এবং অজিদের আইসিসি ট্রফির বৃত্ত পূর্ণ হল।

Next Article