Women’s World Cup 2022: রাহুল দ্রাবিড়দের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার মেয়েরা

২০০৫ সালে অবিস্মরণীয় রেকর্ড করেছিল রাহুল দ্রাবিড়ের ভারতীয় টিম। বিপক্ষের রান তাড়া করতে নেমে টানা ১৭টা ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই রেকর্ড যে মেয়েদের কোনও টিম ভাঙতে পারে, ভাবাই হয়নি!

Women’s World Cup 2022: রাহুল দ্রাবিড়দের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার মেয়েরা
ক্যাপ্টেনের চওড়া ব্যাটে দুরন্ত ছন্দে অস্ট্রেলিয়া। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 5:48 PM

অকল্যান্ড: ক্রিকেটে সর্বকালের সেরা দলগুলোর নাম উঠলে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া (Australia) আলোচনায় ঠিক আসবে। ঠিক যেমন উঠবে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের প্রসঙ্গ। এই তালিকায় কোনও মেয়েদের টিমের কথা ওঠে না। অস্ট্রেলিয়ার মেয়েরা এ বার সেই দাবিই তুলে ধরল তাদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে। নিউজিল্যান্ডে চলা মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2022) ভারতকে হারিয়ে সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই পাকা করেছে ম্যাগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। আজ তারা মুখোমুখি হয়েছিল এ বারের বিশ্বকাপের আর এক দাবিদার দক্ষিণ আফ্রিকার (South Africa)। কিন্তু অস্ট্রেলিয়াকে থামাতে পারল না দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার মেয়েরা বুঝিয়ে দিল, বিশ্বকাপ একমাত্র লক্ষ্য তাদের। সেই লক্ষ্য যারাই সামনে আসবে তাদের উড়িয়ে দেওয়ার সব মশলা আছে দলে। বেথ মুনিদের পারফরম্যান্স প্রমাণ করছে তাঁরা বিশ্বের সেরা দলগুলোর একটা।

মঙ্গলবার বিশ্বকাপের ছয় নম্বর ম্যাচটা জিতে একটা নতুন রেকর্ড গড়ে ফেলল ম্যাগ লানিংয়ের (Meg Lanning) দল। রান তাড়া করে টানা ১৮টি ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ভেঙে দিল রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের টানা ১৭টি ম্যাচ রান তাড়া করে জেতার রেকর্ড। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে এই রেকর্ড গড়েছিল রাহুলের (Rahul Dravid) টিম ইন্ডিয়া। ম্যাগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া ভারতকে নামিয়ে দিল দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্জের মহিলা দল। তারা জিতেছে টানা ১৫টি ম্যাচ। চতুর্থ স্থানে আছে ৮০ দশকের ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৫ থেকে ১৯৮৬ সালের মধ্যে টানা ১৪টি ম্যাচ ক্যারিবিয়ানরা জিতেছিল রান তাড়া করে।

মেয়েদের বিশ্বকাপে মঙ্গলবার টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান স্কোর বোর্ডে তোলে প্রোটিয়ারা। জবাবে ব্যাটিং করতে নেমে ২৮ বল বাকি থাকেই ম্যাচ জিতে নেয় অজিরা। ভারতের বিরুদ্ধে তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন অজি ক্যাপ্টেন ম্যাগ ল্যানিং। মঙ্গলবার সেই আক্ষেপ কাটালেন তিনি। ১৩০ বলে অপরাজিত ১৩৫ রানের ইনিংস। ১৫টি চার ও ১টি ছয়ে সাজানো ইনিংস। সামনে দাঁড়িয়ে দলকে জেতালেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার ওয়েলিংটনে বাংলাদেশের বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া। মাত্র একটা ম্যাচ জেতা বাংলাদেশ অস্ট্রেলিয়ার সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারবে এমনটা ভাবছে না ক্রিকেট মহল। তাই অপরাজিত থেকেই সেমিফাইনালে পা রাখার পথে ম্যাগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : Women’s World Cup 2022: বাংলাদেশকে উড়িয়ে বিশ্বকাপের শেষ চারের আশা জিইয়ে রাখল মিতালির ভারত