T20 World Cup 2022 : অস্ট্রেলিয়ার জয়েও নজর কাড়লেন আয়ারল্যান্ডের ‘ওয়াটসন’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 31, 2022 | 5:37 PM

Australia vs Ireland: দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনের মতো। বোলিংয়ে নজর কাড়লেন। তবে বাউন্ডারি লাইনে তাঁর ফিল্ডিং নিয়ে জোর চর্চা চলছে।

T20 World Cup 2022 : অস্ট্রেলিয়ার জয়েও নজর কাড়লেন আয়ারল্যান্ডের ওয়াটসন
Image Credit source: PTI

Follow Us

ব্রিসবেন : আয়ারল্যান্ডের হয়ে শেন ওয়াটসন খেলছেন! টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার টুয়েলভ ম্যাচে এমনটাই ট্রেন্ড হল। সেমিফাইনালের লড়াইয়ে থাকতে জিততেই হত অস্ট্রেলিয়াকে (Australia)। এ দিন আয়ারল্যান্ডকে ৪২ রানে হারাল তারা। অজিদের জয়েও নজর কাড়লেন আয়ারল্যান্ডের (Ireland) ব্যারি ম্যাকার্থি। দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনের মতো। বোলিংয়ে নজর কাড়লেন। তবে বাউন্ডারি লাইনে তাঁর ফিল্ডিং নিয়ে জোর চর্চা চলছে। অ্যাক্রোব্য়াটিক ফিল্ডিংয়ে ৬ বাঁচান ম্যাকার্থি। অস্ট্রেলিয়ার জয়ে নায়ক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জয়ের ব্যবধান ৪২ রান হলেও সহজে আসেনি। ম্যাচ বিশ্লেষণে TV9Bangla

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দলীয় ৮ রানেই ডেভিড ওয়ার্নারকে ফেরান ব্যারি ম্যাকার্থি। এ বারের বিশ্বকাপে এখনও ব্য়াট হাতে ভরসা দিতে পারেননি ওয়ার্নার। শ্রীলঙ্কা ম্যাচে অ্যারন ফিঞ্চ খুবই মন্থর ইনিংস খেলেছেলন। অজি ব্যাটিং লাইন আপে সেই আতঙ্কও তাড়া করছিল। ফিঞ্চ একদিকে থাকলেও উল্টোদিক থেকে নিয়মিত উইকেট পড়ে। মিচেল মার্শ ২২ বলে ২৮, মার্কাস স্টইনিস ২৫ বলে ৩৫ রান করেন। সর্বাধিক ৬৩ রানের ইনিংস অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ৪৪ বলে ৬৩ রানের ইনিংস তাঁর। শেষ দিকে ১০ বলে ১৫ রান করেন টিম ডেভিড। ব্যারি ম্যাকার্থি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে অজিরা।

ম্যাক্সওয়েল এবং কামিন্সের সৌজন্যে শুরুতেই দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং এবং অধিনায়ক বলবির্নি আউট হওয়ায় চাপ বাড়ে আইরিশ শিবিরে। তবে আয়ারল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখান উইকেটকিপার লোরকান টাকার। সঙ্গীর অভাবে তাঁর লড়াই কাজে এল না। উল্টোদিক থেকে উইকেট পড়লেও বিধ্বংসী মেজাজে ব্যাটিং চালিয়ে যান। শেষ অবধি ১৮.১ ওভারে আয়ারল্যান্ড ১৩৭ রানে অলআউট। লোরকান টাকারকে অবশ্য আউট করতে পারেননি অজি বোলাররা। মাত্র ৪৮ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যাডাম জাম্পা। অজি একাদশে এ দিন একমাত্র পরিবর্তন হয়েছিল অ্য়াস্টন অ্য়াগারের জায়গায় ফিরেছিলেন জাম্পা। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন এই লেগস্পিনার।

Next Article