Ashes Series: অ্যাসেজ সিরিজের প্রথম দুটো টেস্ট টিমের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া

দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলে সুযোগ পেলেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড।

Ashes Series: অ্যাসেজ সিরিজের প্রথম দুটো টেস্ট টিমের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া
অ্যাসেজের দুটো টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়া)

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 17, 2021 | 10:27 PM

নয়াদিল্লি: মিশন টি-২০ বিশ্বকাপ (T20 World Cuo) পূর্ণ করে ফেলেছে অস্ট্রেলিয়া (Australia)। এ বার অজিদের ফোকাসে দেশের মাঠের অ্যাসেজ (Ashes Series)। আজ, বুধবার অ্যাসেজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ৮ ডিসেম্বর গাব্বার শুরু হবে অ্যাসের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে।

দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলে সুযোগ পেলেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড। ২০১৯ সালে অজিদের হয়ে শেষ টেস্ট খেলেছেন খোয়াজা। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন। যার সুবাদে অ্যাসেজ সিরিজে ডাক পেলেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো বেশ কয়েকজন ক্রিকেটার — ম্যাথু ওয়েড, মিচেল মার্শ এমনকি টি-২০ (T20) দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও সুযোগ পাননি অ্যাসেজ সিরিজে অজিদের দলে।

অজি তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কিও অ্যাসেজ সিরিজে জায়গা পায়নি। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ভারত ২-১ ব্যবধানে হারিয়েছিল অজিদের। তার পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলবেন টিম পেইনরা।

এক নজরে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাশ হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুসেন, নাথান লিঁয়, মাইকেল নাসের, ঝাই রিচার্ডসন মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার।

পাশপাশি ইংল্যান্ড লায়ন্সদের বিরুদ্ধে খেলার জন্য সিএ (CA) অস্ট্রেলিয়ার এ দলের ঘোষণাও করেছে।
এক নজরে অস্ট্রেলিয়া ‘এ’ দল: সিন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারে, হেনরি হান্ট, জশ ইনগ্লিস, নিক ম্যাডিসন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, মার্ক স্টেকেটি, ব্রাইস স্ট্রিট।

আরও পড়ুন: India vs New Zealand Live Score, 1st T20I 2021: সূর্যকুমারের হাফসেঞ্চুরি, রোহিতকে ফেরালেন বোল্ট, দ্বিতীয় উইকেট হারাল ভারত