কলকাতা: বিশ্বকাপের (ICC World Cup 2023) মঞ্চে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া (Australia)। এক, দুই বার নয় পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। শুরুটা হয়েছিল ১৯৮৭ সালে। অবশ্য ১৯৭৫ সালের বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু সে বার রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল অজিদের। আর শেষ বারের বিশ্বকাপের কথা বললে, সেখানেও অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল ফাইনালে ওঠার। কিন্তু সেমির কাঁটা টপকাতে পারেননি অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। আজ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আবার ফাইনালের টিকিট পাওয়ার সুযোগ। ১৯ নভেম্বর ভারতের প্রতিপক্ষ হওয়ার জন্য আজ অস্ট্রেলিয়াকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অতীতে বিশ্বকাপের সেমিফাইনালে কেমন পারফর্ম করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া প্রথম বার বিশ্বকাপ জিতেছিল অ্যালেন বর্ডারের নেতৃত্বে। এরপর স্টিভ ওয়ার ক্যাপ্টেন্সিতে এক বার এবং রিকি পন্টিংয়ের ক্যাপ্টেন্সিতে ২ বার ও শেষবার অর্থাৎ ২০১৫ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বজয়ী হয়েছিল। অবশ্য ইয়ান চ্যাপেলের অস্ট্রেলিয়া ১৯৭৫ সালেই বিশ্বজয়ের কাছাকাছি পৌঁছেছিল। আজ নবম বার সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। তার আগে ফিরে দেখা বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে অজিদের পারফরম্যান্সের খতিয়ান —