ICC World Cup 2023: বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে ‘নয়ে নবগ্রহ’ অস্ট্রেলিয়ার…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 16, 2023 | 9:45 AM

Australia in ICC World Cup Semi Final: এক, দুই বার নয় পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। শুরুটা হয়েছিল ১৯৮৭ সালে। অবশ্য ১৯৭৫ সালের বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু সে বার রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল অজিদের। আর শেষ বারের বিশ্বকাপের কথা বললে, সেখানেও অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল ফাইনালে ওঠার। কিন্তু সেমির কাঁটা টপকাতে পারেননি অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

ICC World Cup 2023: বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে নয়ে নবগ্রহ অস্ট্রেলিয়ার...
বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে অজিরা অতীতে কেমন পারফর্ম করেছে? (ছবি-রাহুল সাধুখাঁ)

Follow Us

কলকাতা: বিশ্বকাপের (ICC World Cup 2023) মঞ্চে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া (Australia)। এক, দুই বার নয় পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। শুরুটা হয়েছিল ১৯৮৭ সালে। অবশ্য ১৯৭৫ সালের বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু সে বার রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল অজিদের। আর শেষ বারের বিশ্বকাপের কথা বললে, সেখানেও অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল ফাইনালে ওঠার। কিন্তু সেমির কাঁটা টপকাতে পারেননি অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। আজ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আবার ফাইনালের টিকিট পাওয়ার সুযোগ। ১৯ নভেম্বর ভারতের প্রতিপক্ষ হওয়ার জন্য আজ অস্ট্রেলিয়াকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অতীতে বিশ্বকাপের সেমিফাইনালে কেমন পারফর্ম করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম বার বিশ্বকাপ জিতেছিল অ্যালেন বর্ডারের নেতৃত্বে। এরপর স্টিভ ওয়ার ক্যাপ্টেন্সিতে এক বার এবং রিকি পন্টিংয়ের ক্যাপ্টেন্সিতে ২ বার ও শেষবার অর্থাৎ ২০১৫ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বজয়ী হয়েছিল। অবশ্য ইয়ান চ্যাপেলের অস্ট্রেলিয়া ১৯৭৫ সালেই বিশ্বজয়ের কাছাকাছি পৌঁছেছিল। আজ নবম বার সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। তার আগে ফিরে দেখা বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে অজিদের পারফরম্যান্সের খতিয়ান —

  1. ১৯৭৫ – অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই ম্যাচ অজিরা ৪ উইকেটে জিতেছিল। এটিই ছিল অস্ট্রেলিয়ার প্রথম সেমিফাইনাল ম্যাচ।
  2. ১৯৮৭ – সে বার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ১৮ রানে অস্ট্রেলিয়া ওই ম্যাচ জিতেছিল।
  3. ১৯৯৬ – ছিয়ানব্বইয়ের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। মোহালিতে মাত্র ৫ রানের ব্যবধানে সেই ম্যাচ জেতে অজিরা।
  4. ১৯৯৯ – নিরানব্বইয়ের ওডিআই বিশ্বকাপের প্রোটিয়াদের বিরুদ্ধে সেমিফাইনালে খেলেছিল অজিরা। সেই ম্যাচ টাই হয়েছিল। সুপার ৬ এ অজিরা নেট রানরেটে ভালো জায়গায় থাকায় ফাইনালে উঠেছিল।
  5. ২০০৩ – বৃষ্টিবিঘ্নিত ২০০৩ সালের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ডিএলএস মেথডে ৪৮ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
  6. ২০০৭ – সে বারের বিশ্বকাপে অজিদের সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ উইকেটে সেই ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
  7. ২০১৫ – সিডনিতে ২০১৫-র বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৯৫ রানের ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।
  8. ২০১৯ – গত বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। অজিরা ওই ম্যাচে ৮ উইকেটে হেরেছিল।
Next Article