মুম্বই: তেইশের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) বেশ কিছু অঘটন দেখেছে। কিন্তু এমন প্রত্যাবর্তন? আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। শুরুটা হার দিয়ে হলেও টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অজিরা। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ২৯২ রান তাড়ায় ১৯ ওভারের মধ্যেই ৯১ রানে ৭ উইকেট হারায় অজিরা। সেখান থেকে প্রত্যাবর্তন। ১২৮ বলে ২০১ রানের ম্যাজিক ইনিংস গ্লেন ম্যাক্সওয়েলের। এই জয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়ার। বাকি একটি স্থান। লড়াইয়ে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান।অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্য়াচের প্রত্যেক মুহূর্তের আপডেট যদি না মিস করতে চান তবে অবশ্যই চোখ রাখুন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।
অবিশ্বাস্য, অভাবনীয়, ম্যাজিক। সব বিশেষণই কম পড়ে গ্লেন ম্যাক্সওয়েলের জন্য। ৯১ রানে ৭ উইকেট হারানোর ডাবল সেঞ্চুরিতে একার হাতেই ম্যাচ জেতালেন ম্যাক্সওয়েল। সেমিফাইনালে অজিরা। বিস্তারিত পড়ুন : চোট নিয়েই ‘ম্যাক্সি’মাম ম্যাজিক ইনিংস, অবিশ্বাস্য জয়
লেগ বিফোরের ক্ষেত্রে বাউন্সে বাঁচেন, তাঁর সহজ ক্যাচ ফেলেন মুজিব উর রহমান। ৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ গ্লেন ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের মুখের গ্রাস কার্যত কেড়ে নিচ্ছেন ম্যাক্সিই।
ওয়াংখেড়েতে আফগান ঝড়। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে অজিরা। প্য়াভিলিয়নে ফিরলেন লাবুশেন।
চোখের পলকে উইকেট! ওমরজাইয়ের দ্বিতীয় সাফল্য, ফিরলেন ইংলিশ।
মাত্র ১৮ রান করে ফিরলেন ওয়ার্নার। তাঁকে ফেরালেন ওমরজাই।
শুরুতেই জোড়া ধাক্কা। ট্রাভিস হেডের পর এ বার ফিরলেন মিচেল মার্শ।
অজিদের হয়ে ক্রিজে ওয়ার্নার-হেড জুটি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স আফগানিস্তানের। অজিদের ২৯২ রানের টার্গেট দিলেন রশিদ খানরা। ইব্রাহিম ১২৯ রানে অপরাজিত।
হ্যাাজেলউডের দ্বিতীয় সাফল্য।প্যাভিলিয়নে ফিরলেন নবি।
ছন্দে আফগানিস্তান। শতরান করলেন ইব্রাহিত জাদরান। ১৩১ বলে সেঞ্চুরি আসে তাঁর ব্যাটে।
প্যাভিলিয়নে ফিরলেন ওমরজাই। তাঁকে ফিরিয়ে চলতি বিশ্বকাপে ৩০ উইকেটের রেকর্ড গড়লেন অ্যাডাম জাম্পা।
৪৩ বলে ২৬ রানের মাথায় ফিরলেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি। তাঁকে ফেরালেন স্টার্ক।
এ বার ফিরলেন রহমত শাহ। তাঁকে ফেরালেন গ্লেন ম্যাক্সওয়েল।
আশা ছিল বড় কিছু করবেন। কিন্তু ২১ রান করেই ফিরলেন গুরবাজ। তাঁকে ফেরালেন হ্যাজেলউড।
শুরু হল আফগানিস্তানের ইনিংস। ওপেনিংয়ে ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।
ইভিএম সমস্যার জন্য সকাল-সকাল বুথে গিয়েও ভোট দিতে পারেননি মিজোরামের মুখ্যমন্ত্রী তথা এমএনপি প্রেসিডেন্ট জোরামথাঙ্গা আইজল। অবশেষে দুপুরে ভোট দিতে সমর্থ হলেন তিনি
টস জিতে অজিদের ফিল্ডিংয়ে পাঠালেন আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি।
বিস্তারিত পড়ুন: সচিনের পরামর্শ-স্পিন ফাঁদ নিয়ে অজিদের জন্য প্রস্তুত আফগানিস্তান