
দেশের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্ব শেষের পথে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ও হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। আগামিকাল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ডাবল হেডার। দেখতে দেখতে দশ দলের কাপযুদ্ধ শেষের পথে। শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এবং দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন চলতি বিশ্বকাপের শেষ ডাবল হেডার।
ভারত, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আগে আগামিকালের ম্যাচ কামিন্সদের জন্য একটা প্রস্তুতির মতো। অবশ্য পাকিস্তানের জন্য আগামিকালের ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে মিরাকেল ঘটাতে পারলে সেমিফাইনালে সুযোগ পাওয়া চতুর্থ দল হতে পারে পাকিস্তান।
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচগুলি কবে অনুষ্ঠিত হবে?
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগামিকাল, ১১ অক্টোবর অর্থাৎ শনিবার।
কোথায় হবে ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ?
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচগুলি কখন শুরু হবে?
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে সকাল ১০.৩০ মিনিটে। তার আগে সকাল ১০টা নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ দুটির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ দুটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ দুটির লাইভ টেলিকাস্ট?
ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ দুটির লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে)।