
মেলবোর্ন : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) একের পর এক অনবদ্য ম্যাচ। বাধা দিচ্ছে বৃষ্টিও। এর মধ্যেই রোমাঞ্চকর কিছু ম্যাচ দেখা গিয়েছে। গত রবিবার মেলবোর্নে (Melbourne) ভারত-পাকিস্তান মহারণ উপভোগ্য হয়ে উঠেছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। বিরাট কোহলির ইনিংস এবং এই ম্যাচের রোমাঞ্চ দেখে প্রশংসায় অজি অলরাউন্ডার মিচেল মার্শ মজা করে বলেছিলেন, ‘এখানেই বিশ্বকাপ থামিয়ে দেওয়া উচিত।’ ভারত-পাকিস্তান ম্যাচের মতো না হলেও, আরও কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে তথাকথিত আন্ডারডগ আয়ারল্যান্ড। তেমনই বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে পাকিস্তানকে মাত্র ১৩১ রানের লক্ষ্য দিয়েও ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় জিম্বাবোয়ে। আজ মেলবোর্নে নজর ছিল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Australia vs England) ম্যাচে। কিন্তু বঞ্চিত হলেন মেলবোর্নের দর্শকরা। সঙ্গে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও। বৃষ্টিতে দিনের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। মাঠ ভেজা থাকায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেরও এক পরিণতি হল।
বৃষ্টির কারণে দিনের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল আফগানিস্তান-আয়ারল্যান্ডকে। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ ছিল মিনি অ্যাসেজ। ভেজা মাঠের কারণে ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচও নিষ্ফলা।
মিনি অ্যাসেজের আগে অস্বস্তি। বৃষ্টিতে ভেস্তে গিয়েছে দিনের প্রথম ম্যাচ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচেও আশঙ্কা।