নয়া দিল্লি: গ্রুপ পর্বেই একের পর এক চমক দেখাচ্ছে এই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। একের পর এক অঘটন, পয়েন্ট টেবিলের ক্রমাগত ওঠা নামার মধ্য়ে দিয়ে এগিয়ে চলেছে বিশ্বকাপ। এ বার বিশ্বকাপের ২৪ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। এ বার সেই চেনা ছন্দে এখনও পর্যন্ত পাওয়া যায়নি অস্ট্রেলিয়াকে। চার ম্যাচের দু’টিতে জয় পেয়েছে প্য়াট কামিন্সের দল। অন্যদিকে চার ম্যাচের মাত্র এতটিতেই জয়ের স্বাদ পেয়েছে ডাচরা। আগামীকাল অজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ে নামবেন বিক্রমজিৎ সিংরা। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমে অঘটন ঘটিয়েছিল নেদারল্য়ান্ডস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এমনটা হলে একটু চাপ কমবে ডাচ শিবিরে। বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইসের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমীরা। কবে, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচটি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটি কবে হবে?
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটি হবে আগামীকাল ২৫ অক্টোবর।
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটি কখন শুরু হবে?
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটি শুরু হবে দুপুর ২ টোয়।
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটির টস কখন হবে?
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটির টস হবে ঠিক দুপুর ১.৩০ টায়।
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটি কোথায় হবে?
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটি কোথায় দেখতে পাবেন?
অস্ট্রেলিয়া বনাম নেদারল্য়ান্ডস ম্য়াচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি এই ম্য়াচটির প্রত্যে়ক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।