
নয়াদিল্লি: গ্রুপ পর্বেই জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। একের পর এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব। কাল শনিবার ক্রিকেট প্রেমীদের জন্য বড় চমক। রয়েছে ডবল হেডার। প্রথমে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (New Zealand)ও পরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস (Netherlands)। আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করেছে কিউয়িরা। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার জায়গা হয়েছে ঠিক নিউজিল্যান্ডের পরে। শুরুটা ভালো হলেও পরে টানা দুই ম্য়াচে হেরেছে অজিরা। এই ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইবে ডেভিড ওয়ার্নাররা। অন্য়দিকে বিশ্বকাপে অপেক্ষাকৃত দুর্বল দুই দল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অবস্থাটা একই। দুই দলই এখনও পর্যন্ত পাঁচ ম্য়াচ খেলে একটিতে সাফল্য পেয়েছে। এ বার দুই পিছিয়ে পড়া দল, ম্যাচে ফেরার চেষ্টায় মুখোমুখি হবে। কবে, কখন কোথায় দেখবেন বিশ্বকাপের এই জোড়া ম্যাচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচগুলি কবে হবে?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচগুলি হবে শনিবার, ২৮.১০.২৩ তারিখে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচগুলি কখন শুরু হবে?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্য়াচটি শুরু হবে সকাল ১০.৩০ টায়। অন্যদিকে বাংলাদেশ-নেদারল্যান্ডস শুরু হবে দুপুর ২ টোয়।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচগুলির টস কখন হবে?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটির টস হবে সকাল ৯.৩০ টায়। এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্য়াচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচগুলি কোথায় হবে?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড হবে হিমাচলের ধরমশালা স্টেডিয়ামে। অন্যদিকে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্য়াচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচগুলি কোথায় দেখতে পাবেন?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচগুলি দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্য়াচগুলির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশপাশি এই দুটি ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।