সিডনি: আজ শেষ হল টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) গ্রুপ পর্ব। ঠিক হয়ে গিয়েছে, কোন চারটি দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করল। এ বারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে সুপার-১২ এ উঠেছে – শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে সুপার বারোর ম্যাচ। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১০ বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫ বার। গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে কিউয়িদের হারিয়েছিল অস্ট্রেলিয়া। যার জন্য টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেননি উইলিয়ামসনরা। কিউয়িদের কাছে সুযোগ রয়েছে, অজিদের হারিয়ে এ বারের কাপযাত্রা শুরু করার।
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি আগামীকাল, শনিবার (২১ অক্টোবর) হবে।
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি শুরু হবে দুপুর ১২.৩০ মিনিটে। ম্যাচের আগে ১২টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন, টিম সাউদি, ঈশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, অ্যাডাম মিলন, মার্টিন গাপ্টিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্য়ান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন।