AUS vs SL ICC WC Match Preview: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 16, 2023 | 8:30 AM

Australia vs Sri Lanka ICC world Cup 2023: দাসুন শানাকা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। ব্যাটিংয়ে অনবদ্য ছন্দে রয়েছেন। নেতৃত্বের দায়িত্ব বাড়তি চাপে ফেলতে পারে। শ্রীলঙ্কা ব্যাটিং গত দু-ম্যাচেই ভালো হয়েছে। বোলিংয়ে হতাশ করেছে তারা। ব্যাটাররা যতই রান করুন, বোলিং ভালো না হলে ম্যাচ জেতা কঠিন। শ্রীলঙ্কার কাছে সেটাই হয়েছে। এই পরীক্ষা আজও রয়েছে। অজি ব্যাটাররা সেই অর্থে ফর্মে নেই। অন্তত প্রথম দু-ম্যাচে ব্যাটিংয়ে ধার দেখা যায়নি।

AUS vs SL ICC WC Match Preview: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
Image Credit source: AFP

Follow Us

লখনউ: অস্ট্রেলিয়া কি সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে? একদমই তা নয়। তবে খাদের কিনারায় অবশ্যই। প্রথম দু-ম্যাচেই হার। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পরিস্থিতি এমন হবে, কেউই হয়তো প্রত্যাশা করেননি। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই। আজ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদের পরিস্থিতিও একই। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার, গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড রান করেও জয় আসেনি। তার ওপর পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন অধিনায়ক দাসুন শানাকা। যার জেরে বিশ্বকাপ অভিযানই শেষ দাসুনের। নতুন নেতার নেতৃত্বে নামছে শ্রীলঙ্কা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দাসুন শানাকা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। ব্যাটিংয়ে অনবদ্য ছন্দে রয়েছেন। নেতৃত্বের দায়িত্ব বাড়তি চাপে ফেলতে পারে। শ্রীলঙ্কা ব্যাটিং গত দু-ম্যাচেই ভালো হয়েছে। বোলিংয়ে হতাশ করেছে তারা। ব্যাটাররা যতই রান করুন, বোলিং ভালো না হলে ম্যাচ জেতা কঠিন। শ্রীলঙ্কার কাছে সেটাই হয়েছে। এই পরীক্ষা আজও রয়েছে। অজি ব্যাটাররা সেই অর্থে ফর্মে নেই। অন্তত প্রথম দু-ম্যাচে ব্যাটিংয়ে ধার দেখা যায়নি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধেও একই পরিস্থিতি থাকবে, এমনটা না ভাবাই শ্রেয়।

টুর্নামেন্ট যত বড়ই হোক, কোনও দলই চাইবে না শুরুতেই ০-৩ পিছিয়ে পড়তে। যদিও কোনও এক দলের কাছে এমন পরিস্থিতিই হতে চলেছে। অস্ট্রেলিয়ার কাছে ইতিবাচক ও নেতিবাচক দিক হতে পারে পয়েন্ট টেবল। আগের রাতে আফগানিস্তান জেতায় তাদের ঝুলিতেও পয়েন্ট রয়েছে। অস্ট্রেলিয়া ‘পয়েন্ট-লেস’। শ্রীলঙ্কাও তাই। তবে নেট রান রেটে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে অস্ট্রেলিয়া। লাস্ট বয় থেকে ঘুরে দাঁড়ানোর তাগিদ ইতিবাচক হতে পারে অজি শিবিরে। তেমনই হতাশায় মনসংযোগ ফেরানোটা কঠিনও হতে পারে।

Next Article