Australia vs Sri Lanka Match Highlights, T20 World Cup 2021: ৭ উইকেটে লঙ্কানদের হারাল অজিরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 28, 2021 | 11:01 PM

Australia vs Sri Lanka Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া (Australia) বনাম শ্রীলঙ্কা (Sri Lanka) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Australia vs Sri Lanka Match Highlights, T20 World Cup 2021: ৭ উইকেটে লঙ্কানদের হারাল অজিরা
৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া (ছবি-টি-২০ বিশ্বকাপ টুইটার)

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। টসে জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন অজি ক্যাপ্টেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছিল ১৫৪ রান। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২০ বলে ১৫৫ রান। ১৮ বল বাকি থাকতেই দাপটের সঙ্গে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। দুবাইতে ২ পয়েন্ট গেল অজি শিবিরে। টার্গেট তাড়া করতে নেমে অজিদের জয়ের ভিত গড়ে দিয়েছিল ওপেনিং জুটি। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট আজ জ্বলে না উঠলেও, বাকি কাজটা করে দেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। ১৬.৬ ওভারে লাহিরু কুমারার বল বাউন্ডারিতে পাঠিয়ে দলকে জেতান স্মিথ। ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন স্মিথ এবং ১৬ রানে নট আউট থাকেন মার্কাস স্টোইনিস।

সুপার-১২ (Super 12)-এ নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছিল ফিঞ্চের অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল স্মিথরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Oct 2021 10:43 PM (IST)

    ৭ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

    ১৮ বল বাকি থাকতেই দাপটের সঙ্গে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ১৬.৬ ওভারে লাহিরু কুমারার বল বাউন্ডারিতে পাঠিয়ে দলকে জেতান স্মিথ।

  • 28 Oct 2021 10:31 PM (IST)

    ১৫ ওভারে অস্ট্রেলিয়া ১৩০/৩

    খেলা বাকি ৫ ওভারের। অজিদের ম্যাচ জিততে এখনও চাই ২৫ রান


  • 28 Oct 2021 10:17 PM (IST)

    ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরি

    শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার

  • 28 Oct 2021 10:14 PM (IST)

    অজিদের শতরান

    ১০.৬ ওভারে দলগত শতরান পূর্ণ করল অস্ট্রেলিয়া

  • 28 Oct 2021 10:09 PM (IST)

    ১০ ওভারে অস্ট্রেলিয়া ৯৫/২

    খেলা বাকি ১০ ওভারের। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে ৬০ রান

  • 28 Oct 2021 09:52 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৬৩। ওয়ার্নারদের ম্যাচ জিততে চাই এখনও ৯২ রান

  • 28 Oct 2021 09:49 PM (IST)

    ৫ ওভারে অস্ট্রেলিয়া ৫৬/০

    ভালো শুরু অস্ট্রেলিয়ার। জয়ের জন্য অজিদের প্রয়োজন ৯৯ রান।

  • 28 Oct 2021 09:43 PM (IST)

    অজিদের ৫০ রান পূর্ণ

    ৪.২ ওভারে অস্ট্রেলিয়ার দলগত ৫০ রান পূর্ণ হল।

  • 28 Oct 2021 09:36 PM (IST)

    ৩ ওভারে অস্ট্রেলিয়া ২৩/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ২৩ রান। অজিদের জয়ের জন্য এখনও প্রয়োজন ১৩২ রান

  • 28 Oct 2021 09:25 PM (IST)

    অস্ট্রেলিয়ার ইনিংস শুরু

    অজিদের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ

  • 28 Oct 2021 09:14 PM (IST)

    ১৫৪ রানে থামল শ্রীলঙ্কা

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ১৫৪ রান। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১২০ বলে ১৫৫ রান।

  • 28 Oct 2021 08:55 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ১২৮

    ভানুকা রাজাপক্ষ ২৫*, দাসুন শানাকা ৮*

  • 28 Oct 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ১০৫/৫

    খেলা বাকি ৫ ওভারের। শুরুটা ভালো করেও সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ১৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে দাসুন শানাকারা তুলেছেন ১০৫ রান।

  • 28 Oct 2021 08:18 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৭৯/২

    তৃতীয় ওভারে প্রথম উইকেট হারানোর পর শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুশল পেরেরা ও চরিথ আসালঙ্কা জুটি। দশম ওভারের চতুর্থ বলে সেই জুটিতে ভাঙন ধরালেন অ্যাডাম জাম্পা। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৭৯।

  • 28 Oct 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারালেও ভালো খেলেছে লঙ্কান ব্যাটাররা। ৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫৩/১

    কুশল পেরেরা ব্যাট করছেন ১২ রানে। চরিথ আসলঙ্কা রয়েছেন ২৭ রানে।

  • 28 Oct 2021 07:54 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ৪৬/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ৪৬ রান।

  • 28 Oct 2021 07:46 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ২৫/১

    তৃতীয় ওভারের তৃতীয় বলে পথুম নিশঙ্কার উইকেট তুলে নিয়েছেন প্যাট কামিন্স। ৩ ওভারে এক উইকেট খুইয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৫ রান।

  • 28 Oct 2021 07:30 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কুশল পেরেরা ও পাথুম নিসঙ্কা

  • 28 Oct 2021 07:08 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম একাদশ

    শ্রীলঙ্কার প্রথম একাদশ: কুশল পেরেরা (উইকেটকিপার), পাথুম নিসঙ্কা, চরিথ আসালঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ভানিন্দু হাসারঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা, মাহিশ থিক্সানা।

  • 28 Oct 2021 07:07 PM (IST)

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

  • 28 Oct 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল অস্ট্রেলিয়া।

    টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অ্যারন ফিঞ্চ।

  • 28 Oct 2021 06:40 PM (IST)

    দুবাই স্টেডিয়াম তৈরি

    অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা (Australia vs Sri Lanka) ম্যাচের জন্য তৈরি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

  • 28 Oct 2021 06:36 PM (IST)

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে অজি-লঙ্কানদের দ্বৈরথ

    অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। দুবাইতে ৭.৩০ মিনিটে শুরু হতে চলেছে অজি-লঙ্কানদের দ্বৈরথ