আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ (Super 12) আজ, শনিবারের প্রথম ম্যাচে ম্যাচে মুখোমুখি অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) ও কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রানে থামেন পোলার্ডরা। অজিদের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১২০ বলে ১৫৮ রান। ২২ বল বাকি থাকতেই ২ উইকেটের বিনিময়ে দাপুটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার-মার্শ দুরন্ত জুটিতে সহজ জয় অজিদের। আজ আবু ধাবিতে সুপার-১২ (Super 12) এর শেষ ম্যাচ খেলতে নেমেছিল দুই দলই। এই ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়া রয়েছে ২ নম্বরে। তারা সুপার-১২ এর ৫ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট অর্জন করেছে। অন্য দিকে গতবারের চ্যাম্পিয়নরা লিগ টেবলের ৫ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল। সুপার-১২-এ ৫ ম্যাচের মাত্র একটিতে জিতেছে ক্যারিবিয়ানরা।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ বিশ্বকাপে এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে ১০ বার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ৬ বার জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এ বারের টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। তাই এই সাক্ষাৎে অজিদের বিরুদ্ধে কোনও অঘটন ঘটাতে পারেনি ক্যারিবিয়ানরা। আবু ধাবিতে আজ ২ পয়েন্ট তুলে নিল অস্ট্রেলিয়া।
২২ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নিল ওয়ার্নাররা। ১৬.২ ওভারে ১৫৭ রানের জায়গায় ১৬১ রানে শেষ করল অজিরা।
Australia win! Half-centuries to Warner and Marsh got Australia home with 22 balls to spare #T20WorldCup
— cricket.com.au (@cricketcomau) November 6, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১৫০ রান। ক্রিজে ওয়ার্নার-মার্শ। ম্যাচ জিততে ফিঞ্চদের আর প্রয়োজন ৮ রান।
ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন ৮০ রানে (৪৯ বলে)। মিচেল মার্শ রয়েছেন ৫৩ রানে (৩১ বলে)।
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ৯৯ রান। ম্যাচ জিততে ওয়ার্নারদের এখনও প্রয়োজন ৫৯ রান।
ডেভিড ওয়ার্নার ৫৪*, মিচেল মার্শ ৩৩*
৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। শুরুর ৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন ২৯ রানে। মিচেল মার্শ রয়েছেন ২ রানে।
ওপেনিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রানে থামল। অজিদের ম্যাচ জিততে চাই ১২০ বলে ১৫৮ রান।
West Indies end up with a score of 157/7 ?
Enough runs on the board? ?#T20WorldCup | #AUSvWI | https://t.co/YEQqoRudxN pic.twitter.com/ncXcCbTCUD
— T20 World Cup (@T20WorldCup) November 6, 2021
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছে ৯৯ রান। ক্রিজে কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভো
চতুর্থ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলার পর এভিন লুইস ও শিমরন হেটমায়ার জুটিতে এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দশম ওভারে এসে অ্যাডাম জাম্পা তুলে নিলেন ক্যারিবিয়ান ওপেনার লুইসের উইকেট। ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৭৪
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। শুরুর ৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৪৪ রান তুলতে পেরেছে ক্যারিবিয়ানরা।
এভিন লুইস ব্যাট করছেন ১৬ রানে। শিমরন হেটমায়ার রয়েছেন ৬ রানে
ওপেনিংয়ে নামলেন ক্রিস গেইল ও এভিন লুইস।
Batting ?
In ?
Sunnies ?#T20WorldCup #AUSvWI pic.twitter.com/m38rC9GYid
— cricket.com.au (@cricketcomau) November 6, 2021
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভো, জেসন হোল্ডার, হেডেন ওয়ালস জুনিয়র, আকেল হোসেইন।
Walsh Jr. Comes in to replace Rampaul in our final T20I of the #T20WorldCup #MissionMaroon #WIvAUS pic.twitter.com/IKHCzSa5uJ
— Windies Cricket (@windiescricket) November 6, 2021
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
টসে জিতল অস্ট্রেলিয়া
টসে জিতে শুরুতে ক্যারিবিয়ানদের ব্যাটিং করতে পাঠালেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
Australia have won the toss and elected to bowl first against the West Indies #T20WorldCup pic.twitter.com/huuXZyPti4
— cricket.com.au (@cricketcomau) November 6, 2021
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ বিশ্বকাপে এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১০ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ৬ বার জিতেছে অস্ট্রেলিয়া।