Australia vs West Indies Match Highlights, T20 World Cup 2021: ওয়ার্নার-মার্শের ব্যাটে ভর করে দাপুটে জয় অস্ট্রেলিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 06, 2021 | 7:05 PM

Australia vs West Indies Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া (Australia) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Australia vs West Indies Match Highlights, T20 World Cup 2021: ওয়ার্নার-মার্শের ব্যাটে ভর করে দাপুটে জয় অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

Follow Us

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ (Super 12) আজ, শনিবারের প্রথম ম্যাচে ম্যাচে মুখোমুখি অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) ও কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭  রানে থামেন পোলার্ডরা। অজিদের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১২০ বলে ১৫৮ রান। ২২ বল বাকি থাকতেই ২ উইকেটের বিনিময়ে দাপুটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার-মার্শ দুরন্ত জুটিতে সহজ জয় অজিদের। আজ আবু ধাবিতে সুপার-১২ (Super 12) এর শেষ ম্যাচ খেলতে নেমেছিল দুই দলই। এই ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়া রয়েছে ২ নম্বরে। তারা সুপার-১২ এর ৫ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট অর্জন করেছে। অন্য দিকে গতবারের চ্যাম্পিয়নরা লিগ টেবলের ৫ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল। সুপার-১২-এ ৫ ম্যাচের মাত্র একটিতে জিতেছে ক্যারিবিয়ানরা।

হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ বিশ্বকাপে এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে ১০ বার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ৬ বার জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এ বারের টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। তাই এই সাক্ষাৎে অজিদের বিরুদ্ধে কোনও অঘটন ঘটাতে পারেনি ক্যারিবিয়ানরা। আবু ধাবিতে আজ ২ পয়েন্ট তুলে নিল অস্ট্রেলিয়া।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Nov 2021 06:56 PM (IST)

    ৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

    ২২ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নিল ওয়ার্নাররা। ১৬.২ ওভারে ১৫৭ রানের জায়গায় ১৬১ রানে শেষ করল অজিরা।

  • 06 Nov 2021 06:48 PM (IST)

    ১৫ ওভারে অস্ট্রেলিয়া ১৫০/১

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১৫০ রান। ক্রিজে ওয়ার্নার-মার্শ। ম্যাচ জিততে ফিঞ্চদের আর প্রয়োজন ৮ রান।

    ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন ৮০ রানে (৪৯ বলে)। মিচেল মার্শ রয়েছেন ৫৩ রানে (৩১ বলে)।


  • 06 Nov 2021 06:20 PM (IST)

    ১০ ওভারে অস্ট্রেলিয়া ৯৯/১

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ৯৯ রান। ম্যাচ জিততে ওয়ার্নারদের এখনও প্রয়োজন ৫৯ রান।

    ডেভিড ওয়ার্নার ৫৪*, মিচেল মার্শ ৩৩*

  • 06 Nov 2021 05:52 PM (IST)

    ৫ ওভারে অস্ট্রেলিয়া ৪১/১

    ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। শুরুর ৫ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন ২৯ রানে। মিচেল মার্শ রয়েছেন ২ রানে।

  • 06 Nov 2021 05:28 PM (IST)

    রান তাড়া করতে নামল অজিরা

    ওপেনিংয়ে নামলেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

  • 06 Nov 2021 05:18 PM (IST)

    ১৫৭ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ

    প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭  রানে থামল। অজিদের ম্যাচ জিততে চাই ১২০ বলে ১৫৮ রান।

  • 06 Nov 2021 04:47 PM (IST)

    ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৯/৫

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছে ৯৯ রান। ক্রিজে কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভো

  • 06 Nov 2021 04:24 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭৪/৪

    চতুর্থ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলার পর এভিন লুইস ও শিমরন হেটমায়ার জুটিতে এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দশম ওভারে এসে অ্যাডাম জাম্পা তুলে নিলেন ক্যারিবিয়ান ওপেনার লুইসের উইকেট। ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৭৪

  • 06 Nov 2021 03:58 PM (IST)

    ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪৪/৩

    ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। শুরুর ৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৪৪ রান তুলতে পেরেছে ক্যারিবিয়ানরা।

    এভিন লুইস ব্যাট করছেন ১৬ রানে। শিমরন হেটমায়ার রয়েছেন ৬ রানে

  • 06 Nov 2021 03:30 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ক্রিস গেইল ও এভিন লুইস।

  • 06 Nov 2021 03:10 PM (IST)

    ক্যারিবিয়ানদের প্রথম একাদশ

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রোস্টন চেস, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভো, জেসন হোল্ডার, হেডেন ওয়ালস জুনিয়র, আকেল হোসেইন।

  • 06 Nov 2021 03:08 PM (IST)

    অজিদের প্রথম এগারো

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

  • 06 Nov 2021 03:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল অস্ট্রেলিয়া

    টসে জিতে শুরুতে ক্যারিবিয়ানদের ব্যাটিং করতে পাঠালেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

  • 06 Nov 2021 02:46 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ বিশ্বকাপে এর আগে ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১০ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ৬ বার জিতেছে অস্ট্রেলিয়া।