David Warner: শাহরুখ ‘ভগবান’, একদিন অস্কার জিতবেন; পাঠান দেখে আপ্লুত ওয়ার্নার
Warner-Shah Rukh: কলকাতা নাইট রাইডার্সের মালিকের পরিধি যে আরও বড়। আম সিনেভক্তরা তো বটেই, ৫৭-র কিং খানের ক্যারিশ্মায় মজে ক্রিকেট জগতও। দেশ ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পাঠানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
কলকাতা: শুধু দেশ নয়, বিদেশেও রমরমিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’। দীর্ঘদিন পর বড় পর্দায় রাজা মতোই প্রত্যাবর্তন কিং খানের। একশো, দুশো, তিনশো কোটির ঘর ছাড়িয়ে পাঠান (Pathan) তরতরিয়ে এগিয়েছে ৫০০ কোটির ক্লাবের দিকে। সিনেমা হলের বাইরে ঝুলছে হাউসফুল বোর্ড। শাহরুখের (Shah Rukh Khan) মতো তারকা শুধু বিনোদন জগতের গণ্ডিতেই আটকে নেই। কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিকের পরিধি যে আরও বড়। আম সিনেভক্তরা তো বটেই, ৫৭-র কিং খানের ক্যারিশ্মায় মজে ক্রিকেট জগতও। দেশ ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পাঠানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner) একটি ইনস্টাগ্রাম পোস্ট হইচই ফেলে দিয়েছে। অজি ওপেনার লিখেছেন, তাঁর কাছে শাহরুখই ‘ভগবান’। ভবিষ্যতে অস্কার পুরস্কারও পেতে পারেন কিং খান। কেন এমন লিখলেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
ডেভিড ওয়ার্নারের ভারত-প্রীতির কথা অজানা নয়। ২০১৪ সাল থেকে ২০২১ পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০২২ সালের সংস্করণে ছিলেন দিল্লি ক্যাপিটালসের সদস্য। এ দেশে ওয়ার্নারের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। কোভিড ১৯ অতিমারির সময় বলিউডি গানে নাচের ভিডিয়ো পোস্ট করতেন ইনস্টাগ্রামে। ভিডিয়োগুলি জনপ্রিয়তা পাওয়ায় নেশা চেপে গিয়েছে ওয়ার্নারের। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে প্রায়ই হিন্দি গানে নাচের ভিডিয়ো পোস্ট করেন। কখনও সিনেমার দৃশ্যে নিজের মুখ এডিট করে বসিয়ে দেন। ‘পাঠান’ ঝড়ে যখন কাবু সিনে দুনিয়া, তখন ওয়ার্নার নিজেকে আটকে রাখেন কীভাবে? পাঠান সিনেমার দৃশ্যে শাহরুখের শরীরের উপর নিজের মুখ বসিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ওয়ার্নার। তুমুল ভাইরাল সেই ভিডিয়ো।
View this post on Instagram
ভিডিয়োর কমেন্ট বক্সে ওয়ার্নারের মন্তব্য আরও হইচই ফেলেছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, দারুণ একটা সিনেমা। তোমরা বলতে পারো এর নাম কী? সঙ্গে হ্যাশট্যাগ লেজেন্ড ও আইকন শব্দ দুটি। ভিডিয়োর নিচে একজন মজার ছলে লেখেন, “অস্কার নমিনেশন আসছে।” উত্তরে ওয়ার্নার লেখেন, “হা হা…হয়তো কোনও একদিন অস্কার জিতবেন। এই মানুষটা (শাহরুখ) অসাধারণ। উনি ভগবান।”