IND vs AUS: পিঙ্ক বল টেস্টে কালো আর্মব্যান্ড পরে কেন খেলছেন স্টার্ক-কামিন্সরা?
Pink Ball Test, BGT: অ্যাডিলেডে পিঙ্ক বল ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কালো আর্মব্যন্ড পরে খেলতে নেমেছেন। ক্রিকেট প্রেমীদের মনে তাই প্রশ্ন জেগেছে যে, কেন স্টার্ক-কামিন্সরা কালো আর্মব্যান্ড পরে বিরাট-রোহিতদের বিরুদ্ধে খেলছেন। জানেন আসল কারণ কী?
কলকাতা: অবশেষে এসেছে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) গোলাপি বল টেস্টের (Pink Ball Test) সেই দিন। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী, সকাল সকাল শুরু হয়েছে বর্ডার গাভাসকর ট্রফির দিন রাতের টেস্ট ম্যাচ। অ্যাডিলেডে এই ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কালো আর্মব্যন্ড পরে খেলতে নেমেছেন। ক্রিকেট প্রেমীদের মনে তাই প্রশ্ন জেগেছে যে, কেন স্টার্ক-কামিন্সরা কালো আর্মব্যান্ড পরে বিরাট-রোহিতদের বিরুদ্ধে খেলছেন। জানেন আসল কারণ কী?
আসলে অজি ক্রিকেটাররা প্রয়াত ফিল হিউজের স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক ১০ বছর আগে শেফিল্ড শিল্ডের এক ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের মাথায় মারাত্মক চোট লেগেছিল। এরপর মারা যান তিনি। তাঁর ১০ বছরের মৃত্যুবার্ষিকীতে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাঁকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলছেন।
Australian players black armbands in the memory of Phillip Hughes 🤍 pic.twitter.com/tllJIPFcgs
— Johns. (@CricCrazyJohns) December 6, 2024
২০১৪ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের ম্যাচে ৬৩ রানে অপরাজিত ছিলেন ফিল হিউজ। শন অ্যাবটের এক বাউন্সারে হুক করতে গিয়ে মাথায় চোট পান। আসলে তাঁর মাথায় ঠিক পিছনের দিকে কানের নীচে বল লাগে। যার ফলে তাঁর মস্তিস্কে রক্ত যাওয়ার প্রধান শিরা ছিড়ে যায়। মাঠেই হুমড়ি খেয়ে পড়েন তিনি। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’দিন হাসপাতালে লড়াই করার পর মারা যান তিনি। আজ, শুক্রবার খেলা শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ফিল হিউজের একটি ডকুমেন্টরি দেখানো হয় অ্যাডিলেড ওভালে।