নয়াদিল্লি : আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট খেলবে ভারতীয় দল। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্য়বধানে জিতেছে ভারত। বোলিংয়ে পার্থক্য় গড়ে দেন ভারতীয় স্পিনাররা। স্বাভাবিক ভাবেই পিচ আতঙ্কে ভুগছে অস্ট্রেলিয়া। দিল্লিতি পৌঁছে দু-দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মধ্যেই অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ারকে দেখা গেল চোখে এক্সরে মেশিন লাগিয়ে পিচ পর্যবেক্ষণ করতে। কী বুঝলেন তাঁরা? আদৌ কিছু বুঝলেন কী না, এই নিয়েও প্রশ্ন। তবে বিষয়টি নজর কাড়ার মতোই। বিস্তারিত Tv9Bangla-য়।
নাগপুর টেস্টের অস্বস্তি থেকে বেরোতে পারেনি অজি শিবির। ভারতীয় দলের স্পিনত্রয়ী যেমন সাফল্য পেয়েছেন, তেমনই অস্ট্রেলিয়ার অফ স্পিনার টড মার্ফিও। অজি শিবিরের চিন্তা নাথান লিয়ঁর মতো অভিজ্ঞ স্পিনারের পারফরম্যান্স। দ্বিতীয় টেস্টে তারাও তিন স্পিনারে বোলিং আক্রমণ সাজাবে কী না, সেই ভাবনা চলছে। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন অ্য়াস্টন অ্য়াগার কিংবা ম্য়াট কুহনেমান। হয়তো সে কারণেই দিল্লি পৌঁছনোর পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের খুব মনোযোগ দিয়ে পিচ পরীক্ষা করতে দেখা গেল। পিচের প্রকৃতি বোঝার চেষ্টা করছেন। মাঠের মধ্যে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও অধিনায়ক প্যাট কামিন্সকে দীর্ঘক্ষণ খোশমেজাজে দেখা গেল।
প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে মাঠে সাপোর্ট স্টাফদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করতেও দেখা গিয়েছে। এরপরেই এমন একটি ছবি প্রকাশ্যে আসে যাতে দেখা যায়, তিনি পিচের টার্ন নিয়ে আলোচনা করছেন তারা। ওপেনার ডেভিড ওয়ার্নারের পিচ কিউরেটরের সঙ্গে আলোচনা চলাকালীন, স্টিভ স্মিথকেও আলোচনায় যুক্ত হতে দেখা যায়। পরে তাঁকে হাঁটু গেড়ে পিচ পর্যবেক্ষণ করতেও দেখা যায়। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি ক্রমতালিকায় তিন ফরম্যাটেই শীর্ষ স্থান অধিকার করেছে ভারত। এই উন্নতি নিঃসন্দেহে ভারতের মনোবল বাড়াবে। প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে আরও একধাপ এগিয়ে গিয়েছে ভারত। এখনও ফাইনাল নিশ্চিত নয়। জয়ের ধারা বজায় রাখতে হবে।