AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: আফগানদের মুখোমুখি হওয়ার আগে অজি শিবিরে আশঙ্কার মেঘ, অসুস্থ স্টিভ স্মিথ

Steve Smith: শুরুটা খারাপ হলেও টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা সহজ করেছে অস্ট্রেলিয়া। এ বার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পরীক্ষা আফগানদের বিরুদ্ধ। তার আগেই অজি শিবিরে আশঙ্কার মেঘ। গত কয়েক দিন ধরেই ভার্টিগোর সমস্যায় ভুগছেন দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথ। ফলে আজকের ম্যাচে, আফগানদের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ICC ODI World Cup 2023: আফগানদের মুখোমুখি হওয়ার আগে অজি শিবিরে আশঙ্কার মেঘ, অসুস্থ স্টিভ স্মিথ
স্টিভ স্মিথ
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 2:06 PM
Share

মুম্বই: আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তারপরই ওয়াংখেড়ের মাটিতে মুখোমুখি অস্ট্রেলিয়া (Australia) ও আফগানিস্তান (Afghanistan)। তবে আফগানদের মুখোমুখি হওয়ার আগে অজি শিবিরে বড় ধাক্কা। আফগানদের বিরুদ্ধে দলে পাওয়া নাও যেতে পারে তারকা ব্যাটার স্টিভ স্মিথকে। আফগানদের বিরুদ্ধে স্মিথের (Steve Smith) মতো তারকার অনুপস্থিতি চাপ বাড়াচ্ছে অজি শিবিরের। কী কারণে সম্ভবত পাওয়া যাচ্ছে না স্মিথকে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুরুটা খারাপ হলেও টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা সহজ করেছে অস্ট্রেলিয়া। এ বার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পরীক্ষা আফগানদের বিরুদ্ধ। তার আগেই অজি শিবিরে আশঙ্কার মেঘ। গত কয়েক দিন ধরেই ভার্টিগোর সমস্যায় ভুগছেন দলের তারকা ব্যাটার স্টিভ স্মিথ। ফলে আজকের ম্যাচে, আফগানদের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রসঙ্গত, আগের ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়েই ভার্টিগোর সমস্যা দেখা দিয়েছিল স্মিথের। আফগানদের মুখোমুখি হওয়ার আগে নিজেই ভার্টিগোর সমস্যার কথা জানিয়েছেন তিনি। স্টিভ স্মিথ বলেছেন,”শেষ কয়েক দিন ধরে ভার্টিগোর সমস্যায় ভুগছি। বিষয়টা খুব বিরক্তিকর আমার কাছে। তবে আমি আশাবাদী, আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারব। এভাবে থাকতে ভালো লাগছে না। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেছি। কিন্তু এই মুহূর্তে শরীরটা ভালো নেই।”

আজ আফগানদের হারাতে পারলে পাকাপাকিভাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত ডেভিড ওয়ার্নারদের। তেইশের বিশ্বকাপে আফগানরা ব্যাট-বলের যে ধার দেখিয়েছে তাতে তাঁদের হালকাভাবে নিলে বিপদ, তা ভালোই জানেন প্যাট কামিন্সরা। আর এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে স্মিথের থাকাটা সত্যিই প্রয়োজন দলের। কারণ তাঁর মতো তারকার উপস্থিতি যেকোনও ম্য়াচে দলকে ভরসা জোগায়। অসুস্থতার কারণে যদি স্মিথ না খেলতে পারেন তবে তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন মিচেল মার্শ।