মুম্বই:দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষের দিকে এসে হাজির হয়েছে তেইশের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। একের পর এক হাড্ডাহাড্ডি লড়াইের সাক্ষী থাকছে ক্রিকেটদুনিয়া। এ বার পরীক্ষা অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। মঙ্গলবার, বিশ্বকাপের ৩৯তম ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। এখনও পর্যন্ত সাত ম্যাচ করে খেলেছে অজি (Australia) ও আফগানরা। টানা পাঁচ জিতে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার। পয়েন্ট টেবিলে যদি এক বার চোখ বোলানো যায় তবে দেখা যাবে, চার ম্যাচ জিতে ষষ্ঠ স্থান দখল করেছেন আফগানরা। দুই দলই এ বার সেমিফাইনালের রাস্তা সহজ করতে মাঠে নামবে। এই বিশ্বকাপ অঘটনের। তাই কখন কী হয় কিছুই বলা যাচ্ছে না। শেষ হাসি কে হাসে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা। তার আগে জেনে নিন কখন দেখবেন অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি। বিস্তারিত TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি কবে হবে?
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি হবে ৭ নভেম্বর, মঙ্গলবার।
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি কোথায় হবে?
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি কখন হবে?
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি শুরু হবে দুপুর ২ টোয়।
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটির টস কখন হবে?
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটি কোথায় দেখবেন?
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির লাইভ সম্প্রচার চাইলে দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। এ ছাড়া অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্য়াচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।