আমেদাবাদ: তিনবছর পর বিরাট কোহলির (Virat Kohli) শতরান নিয়ে সারাদিন ধরে আলোচনা ক্রিকেট পাড়ায়। শুধু সেঞ্চুরিই নয়, মাত্র ১৪ রানের জন্য দ্বিশতরানের গোড়া থেকে ফিরে এসেছেন বিরাট। কোহলির ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচইয়ের শেষ নেই। লাল বলের ফরম্যাটে কিং কোহলিকে স্বমহিমায় দেখে স্বস্তিতে অনুরাগীরা। তারই মধ্যে ইনস্টা স্টোরিতে রীতিমতো বোমা ফাটিয়েছেন কোহলি-জায়া অনুষ্কা শর্মা (Anuska Sharma)। অভিনেত্রীর দাবি, বিরাট অসুস্থতা নিয়ে চতুর্থ দিনে টানা ব্যাট করে গিয়েছেন। অসুস্থতা সত্ত্বেও স্থির থেকে ধৈর্য ধরে ব্যাটিং করেছেন। এসব দেখে কোহলির কাছে প্রতিমুহূর্ত অনুপ্রাণিত হন বলে জানিয়েছেন অনুষ্কা। তাঁর দাবি অবাক করে দিয়েছে ক্রিকেট সমর্থকদের। অসুস্থতা নিয়ে টানা কী করে খেলে গেলেন বিরাট? জানতে চান অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় যখন অনুষ্কার ইনস্টা স্টোরি ভাইরাল তখন অন্য কথা বললেন সতীর্থ অক্ষর প্যাটেল। এক কথায় বিরাট-পত্নীর দাবি উড়িয়ে দিয়েছেন অক্ষর (Axar Patel)। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ক্রিকেটে বড় রান গড়ার প্রথম শর্ত হল দুর্দান্ত পার্টনারশিপ। তাঁদের জুটি চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া শিবিরকে। বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল ১৬২ রানের জুটি গড়েন। খেলেন ২১৫টি বল। এই পার্টনারশিপে কোহলি ও বিরাটের অবদান ছিল ৭৯ করে রান। ষষ্ঠ উইকেটে বিরাট-অক্ষর মিলে প্রথম ইনিংসে ভারতের স্কোর পাঁচশোর উপরে নিয়ে যান। অক্ষর ৭৯ রান করে আউট হন। বিরাট করেন ১৮৬ রান। যাই হোক, এই পুরো সময়টা ধরে অক্ষরের একবারও মনে হয়নি বিরাট অসুস্থ। বিরাট অসুস্থ বলে কারও কাছে শোনেননি। তাই সাংবাদিক বৈঠকে অনুষ্কার দাবি নিয়ে প্রশ্ন ভেসে আসতেই অবাক হয়ে যান অক্ষর। বলেন, “আমি ঠিক জানি না (বিরাট অসুস্থ কি না)। কিন্তু ও যেভাবে রান নিচ্ছিল, দেখে মনে হয়নি অসুস্থ বলে। এই গরমের মধ্যে যেভাবে আমার সঙ্গে পার্টনারশিপ গড়েছে এবং যেভাবে দৌড়েছে তাতে…ওর সঙ্গে জুটি বেঁধে খেলে ভালো লেগেছে।”
কথাগুলো বলতে বলতে মুচকি হাসছিলেন অক্ষর। বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক রানের অধিকারী এখন বিরাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও সর্বাধিক রান তাঁর ঝুলিতে। রবিবার, আমেদাবাদে বিরাটের স্কোর ২০০ ছুঁলে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া–চারটি দেশের বিরুদ্ধে দুশো রান করা প্রথম ভারতীয় ক্রিকেটারে পরিণত হতেন।