LPL 2023 Final : হাসারাঙ্গার অনুপস্থিতিতে লঙ্কা প্রিমিয়র লিগে প্রথম বার চ্যাম্পিয়ন ক্যান্ডি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 21, 2023 | 12:11 PM

ফাইনালে ৫ উইকেটে ডাম্বুলাকে হারিয়ে লঙ্কা প্রিমিয়র লিগে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্ডি।

LPL 2023 Final : হাসারাঙ্গার অনুপস্থিতিতে লঙ্কা প্রিমিয়র লিগে প্রথম বার চ্যাম্পিয়ন ক্যান্ডি

Follow Us

ডাম্বুলা : ২০২০ সাল থেকে শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়র লিগ (Lanka Premier league)। এ বার ছিল টুর্নামেন্টের চতুর্থ সিজন। চতুর্থ সিজনে এসে প্রথম বারের মতো এলপিএল চ্যাম্পিয়ন হল ক্যান্ডি। ডাম্বুলা অরা টিমকে ৫ উইকেটে সহজেই হারিয়ে ফাইনাল জিতে নেয় ক্যান্ডি। প্রথমে ব্যাট করে ডাম্বুলার ব্যাটাররা ১৪৭ রান তোলেন। ১৯.৫ ওভারে এই রান তাড়া করে জিতে যায় ক্যান্ডি। দলের হয়ে ফাইনালে সর্বাধিক ৪৪ রান করেছেন কামিন্দু মেন্ডিস। প্রথম বার লঙ্কা প্রিমিয়র লিগ (LPL 2023) জয়ের সুযোগ ছিল ডাম্বুলা অরার সামনে। তবে ফাইনালে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করতে পারেনি তারা। ফলস্বরূপ প্রথম বার এলপিএল ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। চোটের কারণে দলের তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই রবিবারের ফাইনাল খেলতে হয়েছে ক্য়ান্ডিকে। তাতে অবশ্য ট্রফি জয় বাধা হয়নি। বিস্তারিত রইল TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

ফাইনাল ম্যাচ না খেলতে পারলেও লঙ্কা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে ২০২৩ লঙ্কা প্রিমিয়র লিগ স্মরণীয় হয়ে রইল। চোট পাওয়ার আগে পর্যন্ত অনবদ্য পারফরম্যান্স তাঁর। ফাইনালে ক্যান্ডির জয়ের পর মোট ছয় বার পুরস্কার নিতে মঞ্চে ডেকে নেওয়া হয় হাসারাঙ্গাকে। ক্যাপ্টেন হিসেবে প্রথম এলপিএল জয়। টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন তিনি। টুর্নামেন্টে সর্বাধিক ২৭৯ রান করেছেন। সর্বাধিক ১৯টি উইকেট নেন। এর পাশাপাশি লঙ্কা প্রিমিয়র লিগের চতুর্থ সিজনে সর্বাধিক ছয় হাঁকানোর পুরস্কারও পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

১৪৮ রান তাড়া করতে নেমে ক্যান্ডির ওপেনিং জুটিতে ৪৯ রান তোলেন কামিন্দু মেন্ডিস এবং মহম্মদ হ্যারিস। মেন্ডিস ৪৪ রানে আউট হন। হ্যারিসের অবদান ২৬ রান। দলীয় ৯৪ রানে প্রথম উইকেট হারায় ক্যান্ডি। এরপর ১০৭ রানের মধ্যে পরপর তিনটি উইকেট পড়ে যায়। ১১ রানে তিন উইকেট খোয়ানোর পর ফাইনাল ম্যাচের ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথাউজ উইকেট আঁকড়ে পড়ে থেকে জিতিয়েছেন দলকে। ২১ বলে ২৫ রানের ইনিংস ম্যাথউজের। ১৯.৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৫১ রান করে আউট হয় ক্যান্ডি।

Next Article