Babar Azam : জার্সিতে ‘জুয়া’ কোম্পানির লোগো! বাবরের আপত্তিতে ‘জার্সিবদল’ টি-২০ ফ্র্যাঞ্চাইজির

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 04, 2023 | 5:01 PM

বিভিন্ন টি-২০ লিগ টুর্নামেন্টে 'বেটিং' কোম্পানিগুলি সামান্য অদল বদল এনে স্পনসর হয়ে যায়। এই নিয়ে নিজের কড়া অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। বেটিং কোম্পানির লোগো লাগানো জার্সি পরায় আপত্তি জানান পাকিস্তানের ক্যাপ্টেন। বাবরের শর্ত মানতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Babar Azam : জার্সিতে জুয়া কোম্পানির লোগো! বাবরের আপত্তিতে জার্সিবদল টি-২০ ফ্র্যাঞ্চাইজির
Image Credit source: Instagram

Follow Us

কলকাতা : নজির গড়লেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। লঙ্কা প্রিমিয়র লিগে তাঁর দল কলম্বো স্ট্রাইকার্সের স্পনসর একটি অনলাইন বেটিং কোম্পানি। টিমের জার্সিতে ওই জুয়া কোম্পানির বড়সড় লোগো। এখানেই আপত্তি বাবরের। জুয়া কোম্পানির লোগো বুকে লাগিয়ে খেলতে নামবেন না। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। পাক ক্যাপ্টেন কলম্বো স্ট্রাইকার্স (Colombo Strikers) টিমে এই শর্তে যোগ দিয়েছেন যে তাঁর জার্সিতে থাকবে না ওই কোম্পানির লোগো। cricketpakistan.com-এর রিপোর্ট অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি টিমও বাবরের এই ইচ্ছেকে মর্যাদা দিয়েছে তাঁর শর্ত মানতে রাজি হয়েছে। বিভিন্ন টি-২০ লিগ টুর্নামেন্টে ‘বেটিং’ কোম্পানিগুলি সামান্য অদল বদল এনে স্পনসর হয়ে যায়। এই নিয়ে নিজের কড়া অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। বেটিং কোম্পানির লোগো লাগানো জার্সি পরায় আপত্তি জানান পাকিস্তানের ক্যাপ্টেন। বাবরের শর্ত মানতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

একদিকে বাবর যখন ফ্র্যাঞ্চাইজি লিগে ‘বেটিং’ কোম্পানির লোগো দেওয়া জার্সি পরায় আপত্তি জানাচ্ছেন তার কিছুদিন আগেই ভারতীয় দলের সঙ্গে চুক্তি হয়েছে একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম সংস্থার। এই কোম্পানি আগে আইপিএলের স্পনসর ছিল। সংস্থার অ্যাপে টাকা ইনভেস্ট করে উপার্জন করা যায়। যা অনেকটা জুয়া খেলার মতোই। এই কোম্পানি আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান স্পনসর। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিদের গায়ে দেখা যাবে নতুন স্পনসরের লোগো দেওয়া জার্সি। মহেন্দ্র সিং ধোনি, জসপ্রীত বুমরা, ঋষভ পন্থদের মতো ক্রিকেটাররা একই কোম্পানির বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন।

অথচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা ও অর্থের ঝনঝনানিতেও নিজের আদর্শের সঙ্গে আপোস করতে রাজি নন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। তাই বেটিং কোম্পানির লোগো নিয়ে আপত্তির কথা জানিয়ে তবেই চুক্তি করেছেন। লঙ্কা প্রিমিয়র লিগের দল কলম্বো স্ট্রাইকার্স বাবরের ইচ্ছের মর্যাদা রেখেছে। বাবরের জার্সিতে ওই বেটিং কোম্পানির লোগো থাকবে না বলেই কথা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি

Next Article