MLC 2023: কাজে এল না রাসেল-রয়দের লড়াই, MLC-তে নাইটদের হারের হ্যাটট্রিক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 19, 2023 | 2:03 PM

Los Angeles Knight Riders: মেজর লিগ ক্রিকেটে হারের হ্যাটট্রিক কল শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিরুদ্ধে লড়াই করেও দলকে জেতাতে পারেননি আন্দ্রে রাসেল-জেসন রয়রা।

MLC 2023: কাজে এল না রাসেল-রয়দের লড়াই, MLC-তে নাইটদের হারের হ্যাটট্রিক
MLC-তে নাইটদের হারের হ্যাটট্রিক, রাসেল-রয়রা জেতাতে পারলেন না শাহরুখের দলকে
Image Credit source: Los Angeles Knight Riders Twitter

Follow Us

কলকাতা: কবে জিতবে নাইটরা? এই প্রশ্নই এখন নাইট রাইডার্সের সমর্থকদের মুখে মুখে। মার্কিন মুলুকের নতুন টি-২০ লিগে পর পর তিন ম্যাচে হারল শাহরুখ খানের দল। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে লড়াই করেছিল নাইটরা। কিন্তু জিততে পারেনি। এরপর মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) দ্বিতীয় ম্যাচে এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে মাত্র ৫০ রানেই গুটিয়ে গিয়েছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। এ বার টুর্নামেন্টে নাইটরা তৃতীয় ম্যাচে লড়াই করল ঠিকই, কিন্তু জিততে পারল না। জেসন রয়, আন্দ্রে রাসেলের ব্যাটে রান এল। কিন্তু এমএলসিতে (MLC) সুনীল নারিনরা প্রথম পয়েন্ট পেলেন না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অ্যারন ফিঞ্চের সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ম্যাথু ওয়েড ও ফিন অ্যালেনের ওপেনিং জুটিতে ওঠে ৮৮ রান। অষ্টম ওভারে প্রথম উইকেট তুলে নেন নাইট ক্যাপ্টেন সুনীল নারিন। এরপর দ্বিতীয় উইকেটে ইউনিকর্নসরা তোলে ৫৫ রান। আন্দ্রে রাসেল নাইটদের এনে দেন দ্বিতীয় উইকেট। তার পরের ওভারেই ওপেনার ম্যাথু ওয়েডকে ফেরান আলি খান। এরপর তিনটি উইকেট নেন অ্যাডাম জাম্পা। শাদাব খান ফেরেন ৯ রানে। কোরি অ্যান্ডারসন ৩৯ রানে। এবং তেজিন্দর সিংকে শূন্যে ফেরান জাম্পা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১২ রান তোলে অ্যারন ফিঞ্চের দল। তিনি ১২ রানে অপরাজিত থাকেন।

২১৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে জেসন রয় ও উন্মুক্ত চন্দের ওপেনিং জুটিতে ওঠে ৫৫ রান। ৫ ওভারের মধ্যে ছন্দে থাকা জেসন রয়কে ফেরান হ্যারিস রউফষ ৪৫ রান করেন রয়। অষ্টম ওভারে উন্মুক্ত চন্দকে (২০) ফেরান চৈতন্য বিষ্ণোই। এরপর নাইটদের তৃতীয় উইকেটে রাইলি রোসো ও নীতীশ কুমার যোগ করেন ৩২ রান। ষষ্ঠ উইকেটে সুনীল নারিন ও আন্দ্রে রাসেল জুটিতে ওঠে ৭৫ রান। ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। ২৮ রানে নট আউট থাকেন নাইট অধিনায়ক সুনীল নারিন। রাসেল-নারিন-রয়দের লড়াই কাজে এল না। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে নাইটরা। যার ফলে ২১ রানে ম্যাচ জিতে নেয় ইউনিকর্নসরা।

Next Article
Asia Cup 2023: এশিয়া কাপে তিন বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! সূচি নিয়ে বড় আপডেট
Pakistan Cricket: বাবর আজম যা পারেননি, তা করে দেখালেন বিরাট কোহলির কার্বন কপি সাউদ শাকিল