IPL 2022: হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 01, 2021 | 5:20 PM

মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা বলেন, 'রোহিত শর্মা আর জসপ্রীত বুমরা থাকবেই। এক বিদেশি কায়েরন পোলার্ড। সূর্যকুমার যাদব অথবা ঈশান কিশানের মধ্যে কাউকে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াকে ধরে রাখার সম্ভাবনা খুবই কম।'

IPL 2022: হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স
হার্দিক পান্ডিয়া। ছবি: টুইটার

Follow Us

দুবাই: সময়টা একদমই ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। কোমরের চোটের পর আর ফর্মই খুঁজে পাচ্ছেন না তিনি। আইপিএল (IPL) থেকে বিশ্বকাপ (T20 World Cup), ধারাবাহিক ব্যর্থ ভারতীয় অলরাউন্ডার। বিশ্বকাপের দলে তাঁকে রাখা নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে। দুটো ম্যাচ হারের জন্য অনেকেই দায়ী করছেন পান্ডিয়াকে। বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। এ দিকে মুম্বই ইন্ডিয়ান্সও রাখছে না হার্দিককে। আইপিএলের নিলামের আগে ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সেই তালিকায় নেই হার্দিক পান্ডিয়ার নাম।

৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই হার্দিককে ধরে রাখতে আগ্রহী নয়। এ বারের আইপিএলে ১৪ ম্যাচে ১২৭ রান করেছেন হার্দিক। সর্বোচ্চ ৪০। গত ২ বছর ধরে মুম্বইয়ের হয়ে বোলিংই করেননি। ১ ডিসেম্বর বোর্ডকে রিটেনড ক্রিকেটারের তালিকা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সর্বোচ্চ ৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে ৮ ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা বলেন, ‘রোহিত শর্মা আর জসপ্রীত বুমরা থাকবেই। এক বিদেশি কায়েরন পোলার্ড। সূর্যকুমার যাদব অথবা ঈশান কিশানের মধ্যে কাউকে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াকে ধরে রাখার সম্ভাবনা খুবই কম।’

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটা সময় সাফল্য পেয়েছেন হার্দিক। কিন্তু কোমরের চোটের পরই হার্দিকের ক্রিকেট কেরিয়ারের পাশে বড় জিজ্ঞাসা চিহ্ন দেখা দিয়েছে। বিশ্বকাপের দলে কেন তাঁকে রাখা হয়েছে, এ নিয়ে কম জলঘোলা হয়নি। পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জঘন্য ব্যাটিং করেন হার্দিক। এ বার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সও তাঁকে ছেড়ে দিচ্ছে।

 

আরও পড়ুন: WTT: বিশ্ব টিটির ডাবলসে খেতাব সাতিয়ান-হরমিতের

Next Article