Bangladesh vs Afghanistan : সাকিবদের জয়ের আনন্দে একফোঁটা চোনা, বাংলাদেশের পতাকা ভুলে গেল আইসিসি!
ওডিআই সিরিজে হারের যন্ত্রণায় কিছুটা প্রলেপ দিয়েছে প্রথম টি-২০ ম্যাচে জয়। রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতে নিয়েছেন সাকিব আল হাসানরা।

কলকাতা : ওডিআই সিরিজ হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh Cricket)। ওডিআই সিরিজ চলাকালীন নেতৃত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেটের উপর ঝড় বয়ে গিয়েছে। ওডিআই সিরিজে হারের যন্ত্রণায় কিছুটা প্রলেপ দিয়েছে প্রথম টি-২০ ম্যাচে জয়। রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতে নিয়েছেন সাকিব আল হাসানরা। বলা যায়, হারের মুখে দাঁড়িয়ে শেষপর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠে ছেড়েছে বাংলাদেশ। এরপরের ঘটনা আরও নাটকীয়। ঠিক বাংলাদেশের জয়ের মতোই। সোশ্যাল মিডিয়ায় আইসিসির স্কোরকার্ড দেখে চক্ষু চড়কগাছ। বাংলাদেশের ভুল পতাকা লাগিয়ে পোস্ট করে দেয় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)। যা দেখে পড়শি দেশের ক্রিকেট সমর্থকরা রেগে কাঁই। কী করে এতবড় ভুল করল আইসিসি? যদিও পরে সেটি মুছে দিয়ে নতুনভাবে পোস্ট করা হয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন সাকিব আল হাসান। আফগানদের দ্রুত গুটিয়ে দিয়ে রান তাড়া করে জেতার লক্ষ্য ছিল তাঁর। পাওয়ার প্লে ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল আফগানিস্তান। একটা সময় ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে স্লগ ওভারে জেগে ওঠেন রশিদ খানরা। মহম্মদ নবির অপরাজিত ৫৪ রানের দৌলতে ১৫৪ রান ওঠে সফরকারী টিমের খাতায়। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই রনি তালুকদারের উইকেট হারায় তারা। এরপর নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসানদের ইনিংসও টেকেনি বেশিক্ষণ।
বাংলাদেশের হাল ধরেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। জুটিতে ওঠে ৭৩ রান। শেষ ওভারে জয়ের জন্য সাকিবদের প্রয়োজন ছিল ৬ রানের। প্রথম বলেই বাউন্ডারি হাঁকান মেহেদি হাসান মিরাজ। কিন্তু পরের দুটি বলেই মিরাজ, তাসকিন-সহ পরপর তিন ব্যাটারকে আউট করে খেলা জমিয়ে দেন করিম জানাত। যদিও ক্রিজে নেমেই শরিফুল বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে জিতিয়ে দেন। ওডিআই সিরিজ হারের পর এই জয়ে অক্সিজেন পেল বাংলাদেশ ক্রিকেট।
